টাঙ্গাইল প্রতিনিধি, নাজমুল আদনান প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৪, ১০:১২ এএম
টাঙ্গাইলে ঠুঙ্গা জয়নালের মামলার প্রতিবাদে মানববন্ধন ও পথসভা করেছে হরিজন সম্প্রদায়। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাব চত্বরে টাঙ্গাইল জেলা হরিজন জনগোষ্ঠী এই মানববন্ধন ও পথসভার আয়োজন করে।
*মানববন্ধনে ও পথসভায় বক্তব্য:*
পথসভায় বক্তব্য রাখেন চার সম্প্রদায়ের সমাধিস্থলের সভাপতি ও মামলার আসামি প্রদীপ পরিজন, গৌতম হরিজন, হিন্দু যুব মহাজোটের যুগ্ম আহ্বায়ক গৌতম কর্মকার, বাবু হরিজন, মিলন হরিজন, বিজয় ডোমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, "দুই সদস্যের নামে মামলা দায়েরের পর থেকে তাদের ফোনে নাম বাদ দেয়ার জন্য টাকা দাবি করা হচ্ছে। এছাড়া বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে।" তারা আরও বলেন, "আমরা দিনমজুর, কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমাদের সম্পর্ক নেই, তবুও কেন আমাদের নাম মামলায় যুক্ত করা হবে?"
*নির্দোষ ব্যক্তিদের নাম বাদ দেয়ার দাবি:*
হরিজন সম্প্রদায়ের নেতারা দাবি করেছেন, মামলায় নির্দোষ দুই সদস্যের নাম বাদ দিতে হবে। তারা জানান, ওই মামলা থেকে তাদের নির্দোষ সদস্যদের মুক্তি চেয়ে আগামী রোববার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে স্মারকলিপি দেবেন।
*হয়রানি ও অনিয়মের প্রতিবাদ:*
বক্তারা বলেন, "এ ধরনের হয়রানি মুলক মামলা থেকে তাদের নাম বাদ দেয়া উচিত, কারণ তারা কোনো অপরাধে জড়িত নয়।" তারা প্রশাসনের কাছে অনুরোধ জানান, যাতে তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হয় এবং নির্দোষ ব্যক্তিদের বিরুদ্ধে এমন অন্যায় অত্যাচার বন্ধ হয়।
*উপসংহার:*
হরিজন সম্প্রদায়ের এই প্রতিবাদ সভা থেকে মূলত তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা থেকে নির্দোষ সদস্যদের নাম বাদ দেয়ার দাবি উঠেছে। তারা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ আশা করছেন, যাতে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা বন্ধ করা যায় এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হয়