নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৪, ০৩:১২ পিএম
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেদল ইউনিয়নের কুড়িমারা আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগারের উদ্যোগে ১২০ জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের গণিত বিভাগের শিক্ষক এবং পাঠাগার সভাপতি শফিউল্লাহ কারার সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
# প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন # হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার এহসানুল হক, সাহেদল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসিম সবুজ, প্রভাষক মোহাম্মদ রুবেল মিয়া, আলোকিত সামাজিক সংঘ এর সভাপতি মাসুদুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা নাজমুল হক, সদস্য জুনায়েদ হোসেন এবং অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
#অনুষ্ঠানে বক্তারা বলেন# বক্তারা বলেন, শীতকালীন এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে শীতবস্ত্র বিতরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, এ ধরনের সামাজিক কর্মকাণ্ড সমাজের উন্নয়ন ও মানুষের মাঝে মানবিকতা ছড়িয়ে দেয়। একই সঙ্গে তারা সবাইকে শীতের কষ্ট থেকে মুক্তি পেতে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
#দাবি ও সংহতি# অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে তাদের শীতকালীন কষ্ট কিছুটা হলেও লাঘব করা হয়েছে। এই উদ্যোগটি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে একটি শক্তিশালী সামাজিক সংহতি তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত বক্তারা।
#উপস্থিত ছিলেন#
এছাড়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন যারা এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বেশি মানুষকে সাহায্য করার জন্য একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন।
এটি একটি বড় উদাহরণ হয়ে থাকবে, যেখানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে অসহায়দের সাহায্য করার জন্য মানবিক উদ্যোগ গ্রহণ করেছে।