বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
logo

গোবিন্দগঞ্জে জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


রেজুয়ান খান রিকন, গোবিন্দগঞ্জ প্রতিনিধি প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২৪, ০৩:১২ পিএম

গোবিন্দগঞ্জে জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৭ ডিসেম্বর, ২০২৪) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন এবং দোয়া পরিচালনা করা হয়।

#উপস্থিত বক্তারা# উপজেলা জাসাসের আহবায়ক মোস্তাফিজুর রহমান মুন্না এর সভাপতিত্বে এবং রাশেদ নিজাম রুমেল এর আহবানে আলোচনায় বক্তব্য রাখেন:

- প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ  
- পৌর বিএনপির আহবায়ক রবিউল কবির মনু  
- সদস্য সচিব রেজওয়ান হাবিব রফিক  
- পৌর বিএনপির সদস্য সচিব আবু জাফর লেলিন  
- সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাব হোসেন পাতা  
- পৌর বিএনপির ১নং সদস্য মনোয়ার হোসেন রাজু  
- যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম ডাবলু, তরিকুল ইসলাম চঞ্চল  
- উপজেলা জাসাসের সদস্য সচিব নূরন্নবী খন্দকার সোহাগ  
- পৌর সদস্য সচিব শামীম সরকার  
- জেলা ছাত্রদলের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আতিক হাসান সজীব  
- উপজেলা জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক আনিছুজ্জামান বিদ্যুৎ

- উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক এবাইদুল্লাহ বিন খন্দকার আকাশ, বাদশক আকন্দ, ইসমাইল মন্ডল নাবিল, রফিকুল ইসলাম রনি  
- পৌর জাসাসাসের যুগ্ম আহবায়ক হোসেনুল ইমাম রোমার, শাহিন আকন্দ, ফারুক দেলোয়ার রাব্বী  
- পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ  
- যুগ্ম আহবায়ক জিন্নুরাইন রাব্বি, জুয়েল খন্দকার, ৯ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সানোয়ার হোসেন ছানা প্রমুখ।

#আলোচনায় বক্তারা বলেন#বক্তারা জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে বাংলাদেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে তুলে ধরেন। তারা বলেন, বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য সাংস্কৃতিক সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা আরও বলেন, জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুধুমাত্র একটি স্মরণীয় দিন নয়, বরং একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক সংস্কৃতির পক্ষে দাঁড়িয়ে থাকার সঙ্কল্প।

#দোয়া ও সমাপনী বক্তব্য#আলোচনা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়াটি পরিচালনা করেন উপজেলা জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক আনিছুজ্জামান বিদ্যুৎ। দোয়ার পর উপস্থিত সবাই একসাথে দেশ ও দলের জন্য প্রার্থনা করেন এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।

এই অনুষ্ঠানে উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ একে অপরকে সহযোগিতা ও ঐক্যবদ্ধভাবে কাজ করার সংকল্প পুনর্ব্যক্ত করেন।