বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
logo

ফলন ভালো হলেও সবজির দাম কমে চাষীদের গুনতে হচ্ছে লোকসান


রাহাত শরীফ, গোপালপুর (টাঙ্গাইল) প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২৪, ০৩:১২ পিএম

ফলন ভালো হলেও সবজির দাম কমে চাষীদের গুনতে হচ্ছে লোকসান

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিভিন্ন এলাকায় শীতকালীন সবজি চাষ ব্যাপকভাবে চলছে। নগদা শিমলা, ঝাওয়াইল, ধোপাকান্দি সহ আরও বেশ কিছু এলাকায় ব্যাপক আবাদ হয়েছে ফুল কপি, বাধাকপি, মুলা, গাজর, আলু সহ বিভিন্ন শীতকালীন সবজির। এবার শীতকালীন আবহাওয়া ভালো থাকার কারণে এই সবজির ফলনও হয়েছে বেশ ভালো। তবে চাষীরা ফলনের পরেও দামে কমতির মুখে পড়েছেন এবং ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

 # ফুলকপি চাষের ক্ষতি  #ফুলকপি চাষে বিঘাপতি খরচ প্রায় ৩৫ থেকে ৫০ হাজার টাকা। এবারের ভালো আবহাওয়ার কারণে ফুলকপি চাষের ফলনও বেশ ভালো হয়েছে, তবে বিক্রির ক্ষেত্রে বড় সমস্যা সৃষ্টি হয়েছে। কৃষকরা জানিয়েছেন, শুরুতে ফুলকপি প্রতি পিস ৮০ থেকে ১০০ টাকা বিক্রি করলেও এখন সেই ফুলকপি মাত্র ৫-১৫ টাকা দামে বিক্রি হচ্ছে। ফলে কৃষকদের আর্থিক ক্ষতির পরিমাণ বেড়ে গেছে।

#আলু, গাজর, মুলা সহ অন্যান্য সবজির দামও কম # এছাড়াও অন্যান্য সবজির দামও কমে গেছে। বিশেষ করে টমেটো, বেগুন, লাউ, শিম এবং ফুলকপি সহ বিভিন্ন শীতকালীন সবজির দাম গত বছরের তুলনায় অনেক কমেছে।  

#বাজার পরিস্থিতি# বর্তমানে বাজারে বিভিন্ন সবজির দাম কিছুটা কমে গেছে।  
- টমেটো: প্রতি কেজি ১৫-২০ টাকা।  
- বেগুন: ২০-২৫ টাকা।  
- লাউ: প্রতি পিস ৩০-৪০ টাকা।  
- শিম: প্রতি কেজি ২০-৩০ টাকা।  
- ফুলকপি: প্রতি পিস ১০-১৫ টাকা।

#চাষীদের প্রতিক্রিয়া #

গোপালপুরের একজন চাষি, হারুন আর রশিদ, জানিয়েছেন, “এবার আবহাওয়া ভালো থাকায় ফুলকপি চাষ বেশ ভালো হয়েছে, কিন্তু দাম কমে যাওয়ায় লাভ হচ্ছে না। এক দিকে খরচ, অন্য দিকে বিক্রি কম। বাজারে গিয়ে বিক্রি করা তো দূরের কথা, ক্ষেত থেকে বাজারে নিয়ে আসার খরচও উঠছে না।”  

#ভোক্তাদের প্রতিক্রিয়া  #
এদিকে, বাজারে সবজির দাম কম হওয়ায় গৃহিণীরা সন্তুষ্ট। তারা জানিয়েছেন, "এখন সবজির দাম অনেক কম, আমাদের বাজেটে চাপ কমেছে, তবে চাষীদের জন্য এই দাম আরো কম হতে পারে।"

#বিশেষজ্ঞদের মতামত # বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতিতে চাষীদের ন্যায্য দাম নিশ্চিত করতে সরকারকে দ্রুত হস্তক্ষেপ করতে হবে। তারা আরও বলেন, যদি ফসল সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা করা যায়, তবে চাষীরা তাদের উৎপাদনের ন্যায্য মূল্য পেতে সক্ষম হবে। 

#সম্ভাব্য সমাধান #
এছাড়া, ফসলের দাম স্থিতিশীল রাখতে এবং ক্ষতির পরিমাণ কমাতে কৃষি ব্যবস্থাপনায় উন্নতি, সঠিক বাজার ব্যবস্থাপনা এবং কৃষকদের জন্য ঋণ সুবিধা বৃদ্ধি করা প্রয়োজন। এর মাধ্যমে কৃষকেরা তাদের উৎপাদিত ফসলের যথাযথ দাম পেতে পারে এবং তারা আর্থিকভাবে লাভবান হতে পারেন।