জাতীয় সংবাদ প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৪, ০৪:১২ পিএম
রাজধানীর উত্তরখান থানা এলাকায় অভিযান চালিয়ে চোরাই অটোরিক্সাসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরখান থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মোঃ আব্দুল জলিল (৪০) ও হালিম ফকির (২৪)।
#অভিযানের বিবরণ#
শুক্রবার (২৭ ডিসেম্বর ২০২৪) উত্তরখানের পুরানপাড়ার আটিপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে তাদের হেফাজত থেকে তিনটি চোরাই অটোরিক্সা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।
উত্তরখান থানা সূত্রে জানা যায়, অটোরিক্সা চালক মোঃ আব্দুল জলিল গত ২৬ ডিসেম্বর বড়বাগ ট্রান্সমিটারের গ্যারেজ থেকে একটি অটোরিক্সা নিয়ে বের হয়ে তা আর ফেরত দেননি। মালিক মোঃ আছলাম হোসেন জনি বিষয়টি থানায় অভিযোগ করলে জলিলসহ কয়েকজনের বিরুদ্ধে চুরির মামলা দায়ের হয়।
#গ্রেফতার ও উদ্ধার প্রক্রিয়া#
মামলার তদন্তে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আব্দুল জলিলকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২৭ ডিসেম্বর সন্ধ্যা ৬:৩০ মিনিটে পুরানপাড়ার আটিপাড়ায় অবস্থিত আব্দুল্লাহ অটো এন্টারপ্রাইজ থেকে হালিম ফকিরকে গ্রেফতার করা হয়। হালিমের কাছ থেকে চুরি হওয়া অটোরিক্সাসহ আরও দুটি চোরাই অটোরিক্সা উদ্ধার করা হয়। হালিম ফকির অটোরিক্সার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
#আইনানুগ ব্যবস্থা ও তদন্ত#
উত্তরখান থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলার সুষ্ঠু তদন্ত চলছে।
এ ধরনের অভিযান জননিরাপত্তা রক্ষায় এবং চোরাই মালামাল উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।