রবিবার, এপ্রিল ২০, ২০২৫
logo

তালতলীতে স্কুলের দেয়ালে জয় বাংলা স্লোগান, প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ


মোঃ ইমরান সিকদার , তালতলী প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২৪, ০৫:১২ পিএম

তালতলীতে স্কুলের দেয়ালে জয় বাংলা স্লোগান, প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ

বরগুনার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় জয় বাংলা স্লোগান লেখাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে বিষয়টি নজরে আসার পর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার এবং সহকারী শিক্ষক জিয়াউল হক রুবেলের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
#ঘটনার বিবরণ#
বিদ্যালয়ের পাকা মঞ্চ ও আশপাশের দেয়ালে রাতে জয় বাংলা স্লোগান লেখা হয়। স্থানীয়রা সকালে এটি দেখতে পেয়ে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের জানান। দ্রুত খবর ছড়িয়ে পড়লে বিএনপি, যুবদল ও স্থানীয় জনগণ স্কুল মাঠে জড়ো হন এবং স্লোগান মুছে ফেলেন।
পরে, প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার এবং সহকারী শিক্ষক ও সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউল হক রুবেলকে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে তাদের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
#বিক্ষোভে অংশগ্রহণ#
বিক্ষোভে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন, যুবদল নেতা রিয়াজুল ইসলাম, এবং ছাত্রদল নেতা রুহুল আমিনসহ আরও অনেকে।
#অভিযুক্তদের বক্তব্য#
সহকারী শিক্ষক জিয়াউল হক রুবেল অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি বর্তমানে শ্বশুরবাড়ি কলাপাড়ায় আছেন এবং ঘটনাটি সম্পর্কে কিছু জানেন না।
প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার বলেন, তিনি ঘটনার সঙ্গে জড়িত নন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
#প্রশাসনের প্রতিক্রিয়া#
উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা বলেন, বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দেওয়া হবে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে।