বুধবার, জানুয়ারী ১, ২০২৫
logo

ফকিরহাট কারামতিয়া ফাযিল মাদ্রাসায় পুনর্মিলনী বাস্তবায়ন কমিটি গঠন


শেখ আসাদুজ্জামান , ফকিরহাট প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২৪, ০৫:১২ পিএম

ফকিরহাট কারামতিয়া ফাযিল মাদ্রাসায় পুনর্মিলনী বাস্তবায়ন কমিটি গঠন

বাগেরহাট জেলার ঐতিহ্যবাহী ফকিরহাট কারামতিয়া ফাযিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের ১ম পুনর্মিলনী উপলক্ষে ৩১ সদস্য বিশিষ্ট পুনর্মিলনী বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা মো. বোরহানুজ্জামানকে আহ্বায়ক এবং সৈয়দ জালিস মাহমুদকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়।
#সভায় উপস্থিত ব্যক্তিবর্গ#
সভায় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে মো. আলমগীর হোসেন, মো. হুমায়ুন কবির, মো. আব্দুস সামাদ, আরিফুর রহমান রিপন, মাওলানা জয়নাল হুসাইন, মো. কামরুজ্জামান, মো. খালিদ হোসেন, মো. আইয়ুব আলী, মো. জাকির হোসেন, হাফেজ শমসের আলী, মোস্তাফিজুর রহমান মানিক, ডা. মো. সোলায়মান, ইমরান মোড়ল, হাফিজুর রহমান, মহব্বত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
#পুনর্মিলনী আয়োজনের তারিখ#
পুনর্মিলনী বাস্তবায়ন কমিটি ঘোষণা করেছে, আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ফকিরহাট কারামতিয়া ফাযিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।
কমিটির নেতারা জানান, অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রক্ষায় কমিটি তৎপর থাকবে।