শনিবার, জানুয়ারী ৪, ২০২৫
logo

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে ১৭ বছর পর সাক্ষাৎ করলেন আব্দুস সালাম পিন্টু


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৪, ০১:১২ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে ১৭ বছর পর সাক্ষাৎ করলেন আব্দুস সালাম পিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, যিনি দীর্ঘ ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন, রবিবার (২৯ ডিসেম্বর) সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন। 
এ সময় পিন্টু তার সহধর্মিণী বিলকিস বেগমসহ গুলশানে অবস্থিত বিএনপি মহাসচিবের বাসায় উপস্থিত ছিলেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
২০০৮ সালে বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুকে ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। দীর্ঘ সময় কারাগারে থাকার পর, সম্প্রতি হাইকোর্ট তাকে ওই মামলায় খালাস প্রদান করে, ফলে তিনি কারাগার থেকে মুক্তি পান।
এ সাক্ষাৎকে একটি আবেগপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে, কারণ পিন্টু দীর্ঘ ১৭ বছর পর বিএনপির শীর্ষ নেতার সঙ্গে আবারো সাক্ষাৎ করলেন।