রবিবার, এপ্রিল ২০, ২০২৫
logo

ফেনীতে আগস্টের ভয়াবহ বন্যায় ৬০ লক্ষাধিক টাকার ক্ষতি জান্নাত এগ্রো বাগানে


আর এ জাবেদ , ফেনী প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৪, ০১:১২ পিএম

ফেনীতে আগস্টের ভয়াবহ বন্যায় ৬০ লক্ষাধিক টাকার ক্ষতি জান্নাত এগ্রো বাগানে

ফেনীতে গত আগস্ট মাসে ভয়াবহ বন্যার কারণে জেলার ৬টি উপজেলায় মৎস্য, প্রাণিসম্পদ, কৃষি, সড়ক এবং ডিম-দুধ উৎপাদনে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। স্থানীয় ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এই বন্যায় প্রায় ৯১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। 
এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি খাতে। জেলার কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, প্রায় ৪৫১ কোটি ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে ১,৮৬৫ হেক্টর আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, ২৬,০০০ হেক্টর জমির আমন ধান, ১,৮৫৪ হেক্টর আউশ ধান, ৫২৫ হেক্টর শরৎকালীন সবজি, ৬৯ হেক্টর ফল বাগান, ৬০ হেক্টর আদা, ১৬ হেক্টর হলুদ এবং ১৬ হেক্টর আখের ক্ষতি হয়েছে। প্রায় ১,৬৮,৫৬০ কৃষক এই ক্ষতির সম্মুখীন হয়েছেন।
#জান্নাত এগ্রো বিডি ফল বাগানের ক্ষতি#
এই বন্যায় ফেনীর ধর্মপুর ইউনিয়নের পুরাতন বিমানবন্দর এলাকায় অবস্থিত জান্নাত এগ্রো বিডি ফল বাগান নামক একটি বড় এগ্রো ফার্মের প্রায় ৬০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ২০২২ সালে এই এগ্রো ফার্মটির যাত্রা শুরু হয়। প্রায় ১০ একর জায়গায় গড়ে ওঠা এই ফার্মে ফল, ফুল ও সবজির চাষ করা হয়। এখানে প্রায় ৪০ রকমের ফলের গাছ রয়েছে, এর মধ্যে ডালিম, আম, বরই, গম এবং বিভিন্ন ফুলের গাছ অন্তর্ভুক্ত।
#বন্যার পর ক্ষতির প্রভাব#
আগস্ট মাসের ভয়াবহ বন্যায় জান্নাত এগ্রো বিডি ফল বাগানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে ফার্মটির উৎপাদন ক্ষমতা অনেক কমে গেছে, এবং বর্তমানে আর্থিক সংকটের কারণে উৎপাদন প্রক্রিয়ায় বড় ধরনের বাধা সৃষ্টি হয়েছে। ফার্ম কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি অথবা কৃষি অধিদপ্তরের সহায়তা পেলে তারা আগের মতো ঘুরে দাঁড়াতে সক্ষম হবেন।
#কৃষকদের সহায়তা#
এদিকে, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. একরাম উদ্দিন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক এবং খামারিদের সহায়তা প্রদানের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের চারা প্রদান এবং আগাম জাতের ফসল আবাদের জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে কৃষকরা দ্রুত তাদের ক্ষতির পরিপূরণ করতে পারবেন।
এছাড়া, কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে আরও নানা সহায়তা এবং পুনর্বাসন কার্যক্রম চালানোর পরিকল্পনা করা হয়েছে, যাতে তারা অতি দ্রুত আগের অবস্থায় ফিরে আসতে পারেন। 
#উপসংহার#
ফেনীর বন্যা পরিস্থিতি কৃষি খাতে বড় ধরনের ক্ষতি সৃষ্টি করেছে, তবে কৃষকরা সরকারের সহযোগিতায় আবারও তাদের উৎপাদন চালু করতে সক্ষম হবেন। জান্নাত এগ্রো বিডি ফল বাগানের মতো কৃষি উদ্যোগগুলোর সহায়তা দিলে তারা আগের মতো উৎপাদন করতে সক্ষম হবে, যা শুধুমাত্র তাদের নয়, বরং পুরো এলাকার অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।