পলাশ ইসলাম,ধনবাড়ী প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৪, ০৬:১২ পিএম
টাঙ্গাইলের ধনবাড়ীতে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল রাতে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পৌরশহরের পলাশতলী সহ বিভিন্ন গ্রামে বাড়ী বাড়ী গিয়ে আসহায় শীতার্তদের মাঝে সরকারের দেয়া শীত বস্ত্র কম্বল বিতরণ করেছে ধনবাড়ী উপজেলা নির্বহী অফিসার আবু সাঈদ এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ধনবাড়ী পৌরসভার পৌর প্রশাসক সায়েম ইমরান।
এসময় ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ধনবাড়ী উপজেলা ও পৌরসভার কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।