সোমবার, এপ্রিল ২১, ২০২৫
logo

ইসলামি ছাত্র শিবিরের জেলা সভাপতি মুসা বিপ্লবের শয্যাপাশে কক্সবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দ


মোহাম্মদ খোরশেদ হেলালী , কক্সবাজার প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৫, ০২:০১ পিএম

ইসলামি ছাত্র শিবিরের জেলা  সভাপতি  মুসা বিপ্লবের শয্যাপাশে কক্সবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দ

 মোটর বাইক দুর্ঘনায় গুরুতর আহত, ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা সভাপতি, ছাত্র নেতা মুসা বিপ্লবকে দেখতে গেলেন কক্সবাজার প্রেসক্লাবের নব- নির্বাচিত কর্মকর্তাবৃন্দ। ৩১ ডিসেম্বর রাতে চট্টগ্রামস্থ পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন মুসা বিপ্লবের শয্যাপাশে যান সাংবাদিক নেতৃবৃন্দ। 
এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান,  সহ- সভাপতি কামাল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী,  সহ-সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, অর্থ সম্পাদক নুরুল ইসলাম হেলালী, ক্রীড়া সম্পাদক এম আর মাহবুব, পাঠাগার ও মিলমায়তন সম্পাদক আনছার হোসেন,  নির্বাহী সদস্য শামসুল হক শারেক,  এম আর খোকন, এস এম জাফর প্রমূখ। 
প্রেসক্লাব নেতৃবৃন্দ, ছাত্রনেতা মুসা বিপ্লবের শারীরিক খোঁজ খবর নেন। পরে দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কক্সবাজার প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য,  বিশিষ্ট সাবাদিক শামসুল হক শারেক। 
উল্লেখ্য- প্রায় একমাস আগে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন ছাত্রনেতা মুসা বিপ্লব। তিনি কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি,  প্রবীণ সাংবাদিক নেতা কামাল হোসেন আজাদের ভাতিজা।