আশরাফ আহমেদ , হোসেনপুর প্রকাশিত: ০১ জানুয়ারী, ২০২৫, ০৩:০১ পিএম
কিশোরগঞ্জের হোসেনপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল বুধবার (১ জানুয়ারি) সকালে উপজেলা ছাত্রদলের আহবায়ক এনামুল হক নাঈম, সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজীব, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিমন মিয়া, কলেজ শাখার আরিফুল ইসলাম হক, আবু নাঈম, আরমান মিয়া প্রমুখের নেতৃত্বে দলের অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে এক বর্ণাঢ্য র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল চৌরাস্তায় এসে শেষ হয়। এ সময় উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্রদলের নেতাকর্মীরা ওই র্যালীতে অংশ গ্রহন করে।