বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
logo

ফকিরহাটে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালণ


শেখ আসাদুজ্জামান , ফকিরহাট প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৫, ০৫:০১ পিএম

ফকিরহাটে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালণ

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (০১ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে দলটির নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয় এবং একটি আনন্দ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।এরপর দলের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ফকিরহাট উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহবায়ক ও খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ফাহিম শাহরিয়ার রাব্বি, উপজেলা ছাত্রদল নেতা কাজি তরিকুল ইসলাম শশী, আল ইমরান শেখ, হুসাইন মোড়ল, ইউনিয়ন ছাত্রদল নেতা ইনামুল শেখ, আজমল শেখ, কারিমুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলার দলীয় কার্যালয়ে কেক কাটা হয়।