বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
logo

মিরসরাইয়ে বাসে ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৫, ০৮:০১ পিএম

মিরসরাইয়ে বাসে ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

 

মিরসরাইয়ে বেকার যুবক ও নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, স্বাবলম্বী ও আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর।

 

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বুধবার (১ জানুয়ারি ) সকালে এ প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন। তিনি প্রশিক্ষণার্থীদের মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।

 

যুব উন্নয়ন অধিদপ্তরাধীন 'টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অফ বাংলাদেশ (টেকাব- ২য় পর্যায়)' শীর্ষক কারিগরি সহায়তায় মীরসরাই উপজেলায় ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে ২ মাস ব্যাপী চারটি শিফটে ৪০ জন নারী-পুরুষকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে। 

 

 

যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় মিরসরাইয়ে ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র এটি। এসি বাসের ভেতরে আসনের সামনে একটি করে রয়েছে কম্পিউটার। সেই কম্পিউটারে বসেই শিক্ষিত যুবক-তরুণীরা নিচ্ছেন প্রশিক্ষণ। এমন দৃশ্য চোখে পড়ে মীরসরাই উপজেলার চত্বরে।

 

 

প্রশিক্ষনার্থী জান্নাতুল ফারিহা বলেন, যুব উন্নয়নের অফিসে এমন উদ্যোগে বেশ খুশি আমরা। বিনা পয়সায় কম্পিউটারের প্রশিক্ষণ শেষে আমাদের সার্টিফিকেট, যাতায়াত ভাতাসহ বিভিন্ন উপকরণ দেওয়া হবে। পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ হবে।

 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম জানান, গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে আগত যুবক ছেলে মেয়েদের এমএস অফিস, গ্রাফিক্স ডিজাইন, ইন্টারনেট আউটসাইডসহ নানা ধরনের প্রোগ্রাম শেখানো হচ্ছে। এ ছাড়া প্রশিক্ষণপ্রাপ্তরা এ সনদ দেখিয়ে ব্যাংক থেকে অল্প সুদে ঋণও তুলতে পারবেন, যা দিয়ে গ্রামের অবহেলিত যুবসমাজের বেকার সমস্যা দূরসহ ডিজিটাল বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে।