বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
logo

চায়না মিডিয়া গ্রুপের “মিট দ্য অডিয়েন্স” অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৫, ০৮:০১ পিএম

চায়না মিডিয়া গ্রুপের “মিট দ্য অডিয়েন্স” অনুষ্ঠিত

সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, সিলেট 

 

বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুই দেশের জনগণের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপনের লক্ষ্যে রাজধানী ঢাকায়  ‘মিট দ্য অডিয়েন্স’ অনুষ্ঠিত হয়।

 

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) বাংলাদেশ ব্যুরো এই অনুষ্ঠানের আয়োজন করে।

 

বাংলাদেশ ও চীনের জনগণের মধ্যে নিবিড় যোগাযোগ ও বন্ধুত্ব স্থাপনের লক্ষ্যে ‘মিট দ্য অডিয়েন্স’ অনুষ্ঠানে সিএমজির দর্শক, শ্রোতা, পাঠক এবং ফ্যানদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ করে দেওয়া হয়। সিএমজির বাংলা বিভাগের পরিচালক মাদাম ইয়ু কুয়াং ইউয়ে (আনন্দী) অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন পর আপনাদের সঙ্গে দেখা হয়ে আমরা আনন্দিত। আজ এখানে এসে ২০০৩ সালের কথা মনে পড়েগেল। সেবার এই প্রেসক্লাবে আমরা অনেক বড় পরিসরে শ্রোতা সম্মেলনের আয়োজন করেছিলাম। সেসময় বাংলাদেশের ৬ বিভাগ থেকে অনেক শ্রোতা এসেছিল। তাদের মধ্যে প্রবীণ এমনকি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষরাও ছিল। তখন আমরা সত্যি মুগ্ধ হই। এত বছর পর আমরা আপনাদের সঙ্গে বসতে পেরে সত্যি আনন্দিত। আপনারা সব সময় আমাদের দেখেন এবং আমাদের শোনেন। এতে আমরা গর্বিত।’

 

শ্রোতাদের মধ্যে সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল (S21DAL) ও প্রচার সম্পাদক ইয়াকুব আলীসহ আরো ২/১ জন দর্শক সিএমজির বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে তাদের মতামত ও পরামর্শ জানান। এর আগে সিএমজি ঢাকা স্টেশনের বার্তা সম্পাদক শান্তা মারিয়া এবং ফিচার সম্পাদক ফয়সল আবদুল্লাহ বিভিন্ন গণমাধ্যম ও রেডিওতে প্রচারিত সিএমজির টিভি ও রেডিও অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে শ্রোতা ক্লাবের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের পরিচালক (অব.) ড. মির শাহ আলম, সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মো. ওসমান গণি, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- ঢাকা মহানগর ইউনিটের সভাপতি ফিরোজ আলম (টিপু), কেন্দ্রীয় ক্লাবের সদস্য আসিফুল ইসলাম রাতুল, সন্দ্বীপ (চট্টগ্রাম) ইউনিটের সদস্য আল ইকরাম ক্বদর, টাঙ্গাইল জেলা ইউনিটের সদস্য ফয়সাল চৌধুরী, কুমিল্লা হোমনা প্রতিনিধি ইয়াছিন উল্লাহ শিশির। চায়না মিডিয়া গ্রুপের মিডিয়া সহযোগি আরটিভি, দীপ্তটিভি, বাংলাভিশন, রেডিও টুডের উচ্চপস্থ কর্মকর্তা, বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টার, চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের প্রতিনিধি, রেডিও টুডে ফ্যান ক্লাবসহ সিএমজির দর্শক শ্রোতারাও  উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কুইজ ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে পুরস্কার লাভ করেন, সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল, ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম সহ আরো কয়েকজন। এসময় বিজয়ীদের হাতে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচসহ বিভিন্ন পুরষ্কার তুলেন দেন সিএমজি বাংলা বিভাগের শুয়ে ফেই ফেই শিখা, জিনিয়া সহ অন্য অতিথিরা। চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব আরও জোরদার করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।