নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ জানুয়ারী, ২০২৫, ০৮:০১ পিএম
নিজস্ব প্রতিবেদক
নতুন বছরের ছুটিতে চট্টগ্রামের বিনোদন ও পর্যটনকেন্দ্রগুলো মুখরিত পর্যটকদের ভিড়ে। পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে আনন্দ উপভোগ করতে এসব স্থানে ছুটে আসছেন অনেকে। নতুন বছরের প্রথম দিন এবং পরের দিনেও এসব জায়গায় ছিল মানুষের উপচে পড়া ভিড়।
চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত, ফয়ে’স লেক কনকার্ড অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ড, চট্টগ্রাম চিড়িয়াখানা, আগ্রাবাদ শিশুপার্ক এবং বহদ্দারহাটের স্বাধীনতা কমপ্লেক্সে নতুন বছরের প্রথম দিনগুলিতে এমন চিত্র দেখা গেছে। সকাল থেকে পর্যটকদের আসা শুরু হলেও বিকেলের দিকে ভিড় সবচেয়ে বেশি ছিল। চট্টগ্রাম নগর ও আশপাশের উপজেলার বাসিন্দারাই মূলত এসব স্থানে বেড়াতে এসেছেন।
চট্টগ্রামের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় ভ্রমণস্থল পতেঙ্গা সমুদ্র সৈকত। এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন হওয়ায় সৈকতের প্রতি মানুষের আকর্ষণ আরও বেড়েছে। ভ্রমণপিপাসুরা সমুদ্রসৈকত ঘুরে দেখার পাশাপাশি দেশের প্রথম নদীর তলদেশীয় টানেল দেখার অভিজ্ঞতাও উপভোগ করছেন।
ফয়ে’স লেক কনকার্ড অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ডেও পর্যটকদের ভিড় ছিল উল্লেখযোগ্য। নতুন বছরের প্রথম দিনে এখানে হাজার-হাজার পর্যটক এসেছেন। বেসক্যাম্পে থাকার সুযোগসহ বোট ভ্রমণের মাধ্যমে অনেকেই দিনটি উপভোগ করেছেন। ফয়ে’স লেকের ব্যবস্থাপক জানিয়েছেন, অন্যান্য সময়ের তুলনায় এবার পর্যটকের সংখ্যা অনেক বেশি।
চট্টগ্রাম চিড়িয়াখানাও পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য। নানা ধরনের পশুপাখি এবং বিশেষ করে বাঘ দর্শনার্থীদের মূল আকর্ষণ। চিড়িয়াখানার বৈচিত্র্য বাড়ানোর কারণে এবার পর্যটকদের আগ্রহও বেড়েছে। শিশুসহ পরিবারের সবাইকে নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে আসা মানুষদের অভিজ্ঞতা ছিল বেশ আনন্দদায়ক।
নতুন বছরকে ঘিরে চট্টগ্রামের এসব পর্যটন কেন্দ্র আনন্দে ভরপুর, যেখানে পর্যটকদের উচ্ছ্বাস এবং পরিবার-কেন্দ্রিক সময় কাটানোর দৃশ্য ছিল স্পষ্ট।