বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
logo

বাইউস্টে ‘মিট দ্যা রাইটার’ অনুষ্ঠানের পঞ্চম পর্বে স্বনামধন্য লেখক ড. খালিকুজ্জামান ইলিয়াস


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৫, ০৮:০১ পিএম

বাইউস্টে ‘মিট দ্যা রাইটার’ অনুষ্ঠানের পঞ্চম পর্বে স্বনামধন্য লেখক ড. খালিকুজ্জামান ইলিয়াস

 

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ইংরেজি বিভাগের উদ্যোগে আয়োজিত হলো ‘মিট দ্যা রাইটার’ অনুষ্ঠানের পঞ্চম পর্ব। সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক আলোচনার এই আয়োজনটি বাইউস্টের শিক্ষার্থীদের কাছে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত। এবারের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান লেখক ও অনুবাদক প্রফেসর ড. খালিকুজ্জামান এম. ইলিয়াস। বর্তমানে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত এবং সাহিত্য ও অনুবাদের ক্ষেত্রে তার অসামান্য অবদান তাকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে খ্যাতি এনে দিয়েছে।

অনুষ্ঠানের শুরুতে বাইউস্টেরইংরেজি বিভাগের সম্মানিত অধ্যাপক, সায়েন্সএন্ডইিউম্যানেটিজফ্যাকাল্টিরডিনএবংআইকিউএসি পরিচালক ড. কে. আহমেদ আলম স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের মধ্যে সাহিত্য চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষাক্ষেত্রে এ ধরনের আয়োজনের অবদান নিয়ে আলোকপাত করেন। ড. আলম বলেন, “সাহিত্য আমাদের কেবল ভাষাগত দক্ষতা বৃদ্ধি করে না, এটি আমাদের মানসিক উৎকর্ষ সাধনেও সহায়তা করে। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীল ও সমালোচনামূলক চিন্তার বিকাশে সহায়ক।”

মূল সেশনে প্রফেসর ড. খালিকুজ্জামান এম. ইলিয়াস তার লেখক ও অনুবাদক জীবনের নানান দিক শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। তিনি তার সৃষ্টিশীলতার উৎস, লেখালেখি প্রক্রিয়ার জটিলতা এবং বিভিন্ন সাহিত্যিক ও ভাষাগত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। বিশেষত, অনুবাদের ক্ষেত্রে তার অভিজ্ঞতা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত অনুপ্রেরণামূলক ছিল। তিনি বলেন, “অনুবাদ একটি সেতু, যা দুটি ভিন্ন ভাষা ও সংস্কৃতির মধ্যে যোগাযোগ স্থাপন করে। এটি শুধু ভাষার পরিবর্তন নয়, বরং চিন্তাধারা ও অনুভূতিরও রূপান্তর।” শিক্ষার্থীরা তার বক্তৃতা মনোযোগ সহকারে শোনেন এবং সেশনের শেষে তাকে নানা প্রশ্ন করেন, যার উত্তর তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে প্রদান করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইংরেজি বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক জনাব মো. আবদুর রশিদ। তিনি বলেন, “আমাদের শিক্ষার্থীদের মধ্যে সাহিত্য চর্চার প্রতি যে আগ্রহ রয়েছে, তা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরও সৃজনশীল ও দক্ষ করে তুলবে। প্রফেসর ড. ইলিয়াসের মত একজন গুণী ব্যক্তির উপস্থিতি আমাদের জন্য গর্বের বিষয়।”

সমাপনী বক্তব্য প্রদান করেন বাইউস্টের মাননীয় ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল নূর হোসেন, বিসিপি, পিএসসি। তিনি প্রফেসর ড. ইলিয়াসের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ইংরেজি বিভাগের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, “এই ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের নতুন চিন্তার জগতে প্রবেশ করতে উদ্বুদ্ধ করে। এটি তাদের সৃজনশীলতার বিকাশ ঘটানোর পাশাপাশি তাদের পেশাগত জীবনের জন্যও প্রস্তুত করে।”

অনুষ্ঠানের পুরো সেশনটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাসিবুল ইসলাম। তার সুন্দর উপস্থাপনা ও সময় ব্যবস্থাপনার দক্ষতা অনুষ্ঠানের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

বাইউস্টের ‘মিট দ্যা রাইটার’ অনুষ্ঠান শিক্ষার্থীদের সাহিত্য এবং বুদ্ধিবৃত্তিক চর্চায় নতুন মাত্রা যোগ করেছে। শিক্ষার্থীরা এই ধরনের আয়োজন থেকে অনুপ্রেরণা গ্রহণ করে তাদের সৃজনশীলতার জগৎকে আরও বিস্তৃত করতে পারবে বলে আশা করা হচ্ছে।