নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৫, ১০:০১ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের কর্ণফুলীতে ফুটবল প্রীতি ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(০২ জানুয়ারী) বৃহস্পতিবার বিকাল চারটার দিকে উপজেলার আব্দুল জলিল চৌধুরী স্কুল মাঠে কর্ণফুলী উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ ফুটবল প্রীত ম্যাচ অনুষ্ঠিত হয়।
দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপির আহবায়ক এস এম মামুন মিয়া। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব হাজ্বী মো: ওসমান।
প্রধান অতিথির বক্তব্যে এস এম মামুন মিয়া বলেন,খেলা ধুলা শারিরীক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি যুবক ও তরুনদের মানষিক বিকাশ ঘটায় এবং মাদকের সর্বনাশা কবল থেকে তাদের মুক্ত রাখে। অনৈতিক কর্মকান্ডে থেকে বিরত থেকে তারা সৃজনশীল কাজে আত্ম নিয়োগ করে। তাই এই ধরনের খেলা ধুলার আয়োজন সমাজে ব্যাপক পজেটিভ প্রভাব রাখে। উপজেলা ছাত্রদলের এমন আয়োজনকে আমি সাধুবাদ জানাচ্ছি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক গিয়াসউদ্দিন ফয়সাল যুগ্ম-আহবায়ক আব্দুল গফুর মেম্বার,আব্দুল কাদের সুজন সদস্য আবু তৈয়ব কন্ট্রাক্টর,এজাবত উল্লাহ শিকলবাহা ইউনিয়ন বিএনপির আহবায়ক সোলায়মান দোভাষী জুলধা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মাইনুদ্দীন টিপু চরপাথরঘাটা ইউনিয়ন বিএনপির আহবায়ক শেখ আহম্মদ মেম্বার শিকলবা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবু তাহের,চরলক্ষ্যা ইউনিয়ন সাধারণ সম্পাদক মনির উদ্দীন মুন্সি,চরপাথরঘাটা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সেলিম খান,শিকলবাহা বিএনপির যুগ্ম-আহবায়ক রুহুল আমিন বিএনপি নেতা জসিম উদ্দীন জুয়েল জেলা যুবদলের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ,জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক শাহাদাত হোসেন,জেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক শফিউল করিম উপজেলা যুবদলের আহবায়ক নুরুল ইসলাম উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক মো:ফারুক শ্রমিকদলের সভাপতি তৈয়বুল আলম আঙ্গুর সাধারন সম্পাদক মনির উদ্দীন,জেলা ছাত্রদলের সদস্য হারুন,জিসান জেলা ছাত্রদলের সাবেক সদস্য শওকত আলী উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মো: ইকবাল,শাহজাহান জুয়েল,যুবদল নেতা ঈসমাইল,সাবেক ছাত্রদল সভাপতি সৈয়দ নবী,যুবদল নেতা শফিকুল হায়দার মন্টু,তারেক সালাম, টুর্ণামেন্ট আয়োজক কমিটির আহবায়ক ফরহদাুল ইসলাম হৃদয় সদস্য সচিব আলাউদ্দীন উপজেলা ছাত্রদল নেতা নুরুল ইসলাম আসিফ,সাইফুল ইসলাম ওমর,কলেজ ছাত্রদল নেতা শহিদুল হক,আব্দুল মোনায়েম,সাকিব,যুবদল নেতা বাহার,সিরাজ,ছাত্রদল নেতা আজিজ,আকবর,আরিফ,তুষার,সাঈদ,ফরহাদ,আব্দুন নুর টিটু,তুষার,জুনায়েদ প্রমুখ।
সংবাদ বিজ্ঞপ্তি।।