নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৫, ১১:০১ পিএম
মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার
কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী স্টেশন চত্বর এলাকায় দ্রুতগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) পৌনে ১টার দিকে থাইংখালী স্টেশনের উত্তর পার্শ্বে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাতক্ষীরার এলাকার মাহমুদ হাসান। তিনি মেরিছ সিগারেটের সেলসম্যান ছিলেন। অপরজনের পরিচয় এ রিপোর্ট লিখা পর্যন্ত পাওয়া যায়নি।
উখিয়া হাইওয়ে পুলিশের শাহপরী থানার অফিসার ইনচার্জ মাহাবুল কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা টেকনাফমুখী একটি যাত্রবাহী বাস ও কক্সবাজারমুখী মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলে নিহত হন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলকে একটি অটোরিকশা চাপা দেন। এ সময় আরেকটি বাস এসে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুইজন আরোহী নিহত হন।
এই ঘটনায় দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।