বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
logo

রোহিঙ্গা অনুপ্রবেশ কঠোর হস্তে দমন ও আশ্রিত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের লক্ষ্যে ৭ দফা দাবি নিয়ে উখিয়ায় বিশাল মানববন্ধন


মোহাম্মদ খোরশেদ হেলালী , কক্সবাজার প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৫, ০১:০১ পিএম

রোহিঙ্গা অনুপ্রবেশ কঠোর হস্তে দমন ও  আশ্রিত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের  লক্ষ্যে ৭ দফা দাবি নিয়ে উখিয়ায় বিশাল মানববন্ধন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে কঠোর পদক্ষেপ,  রোহিঙ্গাদের দ্রুত স্বদেশে প্রত্যাবাসন সহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে অধিকার বাস্তবায়ন কমিটি নামে একটি সংগঠন। 
আজ শুক্রবার বিকেলে উখিয়া উপজেলার পালংখালী বাজার ষ্টেশন চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার জাহান চৌধুরী। 
মানববন্ধনে বক্তারা বলেন কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের কারণে এখানকার আইনশৃংখলা পরিস্থতি দিন দিন অবনতি হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পে খুন খারাবি সহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পাচ্ছে। প্রায় ৮ বছর হতে চলেছে একজন রোহিঙ্গাকেও তাদের দেশে ফেরত পাঠানো যায়নি। উল্টো গত কয়েক মাসে আরাকানে গৃহযুদ্ধের কারণে আরো লাখের অধিক রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে উখিয়া টেকনাফ সহ কক্সবাজারের মানুষের জীবনযাত্রা ঝুঁকিপুর্ন হয়ে পড়বে। 
মানববন্ধনে বক্তারা অবিলম্বে রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসন রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে সীমান্তে কঠোর পদক্ষেপ গ্রহণ সহ নতুন করে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে পুশব্যাক করা সহ সরকারের কাছে ৭ দফা দাবি জানিয়েছে। 
দাবি সমূহের মধ্যে রয়েছে আশ্রিত রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসন। রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে সীমান্তে কঠোর নিরাপত্তা বলয় জোরদার, মিয়ানমারের রাখাইনে গৃহযুদ্ধের কারণে ২০২৪ সালে অনুপ্রবেশ করা লক্ষাধিক রোহিঙ্গাদেরকে এফডিএমএন তালিকায় অন্তর্ভুক্ত না করে (বায়োমেট্রিক) তাদেরকে পুশব্যাকের জন্য কার্যকর কূটনৈতিক তৎপরতা চালানো, উখিয়া ও টেকনাফে স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করা। 
রোহিঙ্গা ক্যাম্পে চাকরিসহ ক্যাম্প ব্যবস্থাপনায় স্থানীয়দের প্রাধান্য (নূন্যতম ৫০%) নিশ্চিত করা রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বাহিরে রোহিঙ্গাদের অবাধ বিচরণ বন্ধ করতে হবে এবং ক্যাম্পের বাহিরে রোহিঙ্গাদের বাসাভাড়া বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং রোহিঙ্গা ক্যাম্পের চাকরির নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে আরআরআরসি প্রশাসন, জেলা প্রশাসন ও স্থানীয় প্রতিনিধির সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠন করা।