রেজুয়ান খান রিকন, গোবিন্দগঞ্জ প্রকাশিত: ০৪ জানুয়ারী, ২০২৫, ০৭:০১ পিএম
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেসকো কর্তৃক বাসাবাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে প্রিপেইড মিটার লাগনোর সিদ্ধান্ত বন্ধের দাবিতে স্থানীয় শহিদ মিনারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে গোবিন্দগঞ্জ বিদ্যুৎ গ্রাহক সমিতি ও নাগরিক কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নাগরিক কমিটির আহবায়ক এম এ মতিন মোল্লা। এতে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ন-আহবায়ক রওশন আলম সরকার, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর উপজেলা সভাপতি আইয়ুব হোসেন, কৃষক সমিতির কেন্দ্রীয় সদস্য তাজুল ইসলাম, গাইবান্ধা জেলা সেচপাম্প মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমান মাসুদ, বিশিষ্ট ঠিকাদার শাহাবুবুল আলম মিতু, গোবিন্দগঞ্জ উপজেলা সেচপাম্প মালিক সমিতির সভাপতি আবুল কাশেম, কৃষক নেতা লুৎফর রহমান, গোবিন্দগঞ্জ বণিক সমিতির সভাপতি নাজমুল হুদা প্রধান টুকু, সাংবাদিক কমরেড রফিকুল ইসলাম রফিক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আল মামুন মোবারক প্রমুখ। বক্তারা অবিলম্বে প্রি-পেইড মিটার লাগানোর জন্য গোবিন্দগঞ্জে বিদ্যুৎ সরবরাহকারি প্রতিষ্ঠান নেসকো’র এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানান। না হলে গোবিন্দগঞ্জের সকল বিদ্যুৎ গ্রাহকদের সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।