নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫ জানুয়ারী, ২০২৫, ০১:০১ এএম
দৈনিক আজকের বাংলার যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম-সিলেট বিভাগের প্রধান মেধাবী ও গুনী সাংবাদিক শাহাদাত হোসাইন চৌধুরী রাসেলের মাতা মিসেস শাহান আরা বেগম ৪ জানুয়ারি ঢাকায় ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
৪ জানুয়ারি (শনিবার) রাত ৮ টায় চট্টগ্রামের পটিয়াস্থ মুসা খাঁ জামে মসজিদের মরহুমার জায়নাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে মুসা খাঁ জামে মসজিদস্থ কবরস্থানে সামাধিস্থ করা হয়।
এদিকে দৈনিক আজকের বাংলার যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম-সিলেট বিভাগের প্রধান মেধাবী ও গুনী সাংবাদিক শাহাদাত হোসাইন চৌধুরী রাসেলের মাতা মিসেস শাহান আরা বেগমের মৃত্যুতে দৈনিক আজকের বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক শফিকুল আলম সেলিম, ব্যবস্থাপনা সম্পাদক দীপ্ত দাশ, বার্তা সম্পাদক ঋতিক চৌধুরী নয়ন, মফস্বল সম্পাদক, চট্টগ্রাম প্রধান সম্বনায়ক আবদুল মালেক, মার্কেটিং হেড আবু রায়হান, সিলেট ব্যুরো প্রধান আ ফ ম আসাদৌল্লাহ, কক্সবাজার জেলা প্রতিনিধি খোরশেদ, হেলালী, পার্বত্য জেলা প্রধান মেহেদী বিন সুলতানসহ আজকের বাংলা পরিবারের সকলে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন। সাথে সাথে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য মিসেস শাহান আরা বেগম চট্টগ্রামের ষাটের দশকের বিখ্যাত কবি, সাহিত্যিক, শিক্ষাবীদ , গীতিকার, সাংবাদিক, ও সংগঠক কবি নুর মুহাম্মদ চৌধুরী সাহিত্যরত্নের কন্যা ও দেশের জৈষ্ঠ সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষক নাসিরুদ্দিন চৌধুরীর বোন। তার অপর সন্তান তরুণ প্রকৌশলী হুমায়ুন রশীদ জুয়েল ও কণ্যা নাজমা সুলতানা রুমা।