বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
logo

লাশ দেখে পুরো পৃথিবী স্তব্ধ হলেও শেখ হাসিনার বুক কাঁপেনি


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৫, ০৪:০১ পিএম

লাশ দেখে পুরো পৃথিবী স্তব্ধ হলেও শেখ হাসিনার বুক কাঁপেনি

ভারতের মতো বন্ধু বাংলাদেশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
তিনি বলেন, ফেলানীর ঝুলন্ত লাশ দেখে পুরো পৃথিবী স্তব্ধ হলেও শেখ হাসিনার বুক কাঁপেনি। বিএসএফ অথবা ভারত সরকার অনুশোচনা বোধ করেনি।
মঙ্গলবার সকালে জাগপা আয়োজিত ফেলানী হত্যা দিবসে এক বিক্ষোভ মিছিল শেষে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ভারত সরকার বন্ধুত্বের মিথ্যা আশ্বাস এবং লাশ হস্তান্তর ব্যতীত কিছুই করেনি। তাই ফেলানী হত্যার দায় শুধু মাত্র বিএসএফের নয়, ফেলানী হত্যায় ভারত ও শেখ হাসিনা দায়ী।
ভারতের দাদাগিরি আর চলবে না উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাদের গোলাম হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ নয়। আমরা শেখ হাসিনার গদি উলটে দিয়েছি এবং ভারতের গোলামির জিঞ্জির ছিন্ন করেছি।
তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারতের বিএসএফ সীমান্তে পাখির মতো হত্যা চালিয়েছে। আওয়ামী সরকার ভারতকে সীমান্তে হত্যাকাণ্ড চালানোর ফ্রি লাইসেন্স দিয়েছিল।  
এ সময় আরও উপস্থিত ছিলেন- জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম মেম্বার আসাদুর রহমান খান, শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক রওশন আলম, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জীবন আহমেদ অভি, সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা নেতা মনোয়ার হোসেন, পাবেল আহমেদ, ছাত্রনেতা রিয়াজুল ইসলাম, মো. নাজমুল হোসেন সোহেল প্রমুখ।