বৃহস্পতিবার, জানুয়ারী ৯, ২০২৫
logo

ফেনীতে গৃহকর্মীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে অভিযুক্ত আসামী রাফি গ্রেফতার


আর এ জাবেদ , ফেনী প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৫, ০৪:০১ পিএম

ফেনীতে গৃহকর্মীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে অভিযুক্ত আসামী রাফি গ্রেফতার

ফেনী সদর থানার মামলা গত ২৬শে ডিসেম্বর  ফেনী পৌরসভার  বাড়িতে গিয়ে  ফলেশ্বর নামক স্থানে সাবেক (ফারুক) কাউন্সিলর-এর বাসার গৃহকর্মী মাসুদা বেগম (৬৫), স্বামী মো: সিরাজ পিঠাপাশারী, নুরুল আফসার মিয়ার বাড়ী, ০৯নং ওয়ার্ড, ধর্মপুর ইউনিয়ন, থানা-ফেনী সদর, জেলা-বিদ্যা মহিলা কে ধারালো ছুরি দিয়ে জবাই করে চাঞ্চল্যকর হত্যাকান্ডের ঘটনা ঘটে ঘটনার সংবাদ প্রাপ্তির পর তাৎক্ষনিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পিবিআই, ফেনী জেলার ক্রাইমসিন টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। উক্ত ঘটনাস্থল থেকে পিবিআই-এর ক্রাইমসিন টিম ঘটনাস্থলের ভিডিও ফুটেজসহ বিভিন্ন আলামত উদ্ধারসহ  হত্যাকান্ডের ছায়া তদন্ত অব্যাহত রাখে এবং ঘটনার মূল রহস্য উদঘাটন ও প্রকৃত অপরাধী'কে গ্রেফতারে চেষ্টা করতে থাকে। ভিকটিম এর ছেলে মোঃ জাফর (৪৫) বাদী হয়ে ফেনী সদর থানার মামলা করেন ২৭/১২/২০২৪ মামলা দায়ের করলে, পিবিআই ফেনী ঘটনা সংঘঠিত হওয়ার পর থেকেই ভিডিও ফুটেজ পর্যালোচনাসহ গোপন অনুসন্ধানের মাধ্যমে ঘটনার সাথে জড়িত অভিযুক্তকে সনাক্তে এবং অপরাধীর সঠিক অবস্থান নির্ণয়সহ গ্রেফতারের জন্য গতকাল ০৭/০১/২০২৫ পিবিআই, প্রধান জনাব মোস্তফা কামাল, অতিরিক্ত আইজিপি সার্বিক দিক-নির্দেশনা ও তত্বাবধায়নে ফেনী পিবিআই-এর পুলিশ সুপার জয়িতা শিল্পী, পিএসসি এর নেতৃত্বে একটি  টীম নোয়াখালী জেলা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে রাতভর অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকা থেকে  ঘটনার সাথে জড়িত মূল আসামী আবির আল রাফি (২০), পিতা মো: মেজবাহ উদ্দিন, মাতা: কুলছুম আরা বেগম, চর মটুয়া (আনোয়ারুল হক মেম্বার বাড়ী) থানা- নোয়াখালী সদর, জেলা-নোয়াখালী'কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর তথ্যমতে হত্যাকান্ডে ব্যবহৃত আলামত উদ্ধারে অভিযান চলাকালে ব্যবহৃত রক্তমাখা ছুরি এবং রাফির পরিহিত গায়ের ফুলহাতা সাদা কালো রঙ্গের চেক শার্ট তার দেখানো মতে উদ্ধারপূর্বক জব্দ করা হয়। ইতোমধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত হত্যাকান্ডে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসমীকে ঘটনার বিস্তারিত জানার জন্য ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে। মাসুদা বেগমকে ছুরিকাঘাতে হত্যার দায়ে অভিযুক্ত আসামী আবির হোসেন রাফি ফেনী জেলার স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানের সিভিল ইঞ্জিনিয়ারিং ৪র্থ পর্বের ছাত্র। উক্ত হত্যকান্ড সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করিলে সে জানায় যে, বেশ কিছু দিন ধরে অনলাইনে জুয়া খেলায় তীব্রভাবে আসক্ত ছিল। একপর্যায়ে জুয়া খেলার টাকা সংগ্রহের জন্য সে মরিয়া হয়ে উঠে। এমতাবস্থায় রাফি তার বাবার নিকট থেকে একটি ল্যাপটপ ক্রয়ের কথা বলে (চল্লিশ হাজার) টাকা বাড়ী থেকে নিয়ে আসে। উক্ত টাকাও সে জুয়া খেলায় নষ্ট করে ফেলে। হত্যকান্ডের ঘটনার দিন  ২৬ শে ডিসেম্বর ২০২৪খ্রি. রোজ বৃহস্পতিবার  আসামী রাফি সাবেক (ফারুক কমিশনারের) বাড়িতে চুরি করতে গেলে গৃহকর্মী মাসুদা বেগম দেখে ফেলে। একপর্যায়ে মাসুদা বেগম তাকে আটকানোর চেষ্টা করলে আসামী রাফি তাহার নিকট থাকা ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ী ছুরিকাঘাত করে মাসুদা বেগমকে হত্যা করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।