শুক্রবার, জানুয়ারী ১০, ২০২৫
logo

নকলায় দেওয়ান নূরুল ইসলাম দরবেশ স্মৃতি ফুটবল টু্র্ণামেন্ট -২০২৫ এর শুভ উদ্বোধন


মামুন মিয়া , নকলা প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৫, ০৬:০১ পিএম

নকলায় দেওয়ান নূরুল ইসলাম দরবেশ স্মৃতি ফুটবল টু্র্ণামেন্ট -২০২৫ এর শুভ উদ্বোধন

শেরপুর জেলার নকলা উপজেলার হাজী জালমামুদ সরকারি কলেজ মাঠে বিকাল ৩ঃ৩০ মিনিটের সময় দেওয়ান নূরুল ইসলাম দরবেশ স্মৃতি ফুটবল টর্ণামেন্টের প্রথম আসরের শুভ উদ্বোধন ঘোষণা করেন দেওয়ান নূরুল ইসলাম দরবেশের সুযোগ্য সন্তান দেওনাল শামীম পৌরঃ যুবদলের সদস্য সচিব সাদেক হোসেন, ছাএদলের আহবায়ক রাসেল সরকার,৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুবক্কার সিদ্দিক, জেলা ছাএদলের সদস্য দেওয়ান মনিহার, সানোয়ার হোসেন মিন্টু,  শহর ছাএদলের সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, কলেজ শাখা ছাএদলের আহবায়ক জালাল উদ্দীন, কৃষক দলের কুদ্দুস মিয়া, রাজু,দেওয়ান সোনাহার,দেওয়ান সৌরভ,আবু তারেক, খোরশেদ, আজাদ, সহ নেতাকর্মী ও সম্মানিত দর্শক বৃন্দ। 
উক্ত খেলায় অংশগ্রহণ করেন শেরপুর বনাম নকলা এবং সেই খেলায় শেরপুর ১-০ গোলে জয়লাভ করে। 
উক্ত খেলায় বক্তারা বলেন দেওয়ান নুরুল ইসলাম দরবেশ তিনি একজন দানবীর ছিলেন এবং শিক্ষা অনুরাগী ছিলেন এবং ক্রিয়া প্রেমি মানুষ ছিলেন যার ফলশ্রুতিতে এই আজকের এই হাজী জালমামুদ সরকারি কলেজ প্রতিষ্ঠা  করেন। খেলাটি পরিচালনা করেন শেরপুর জেলা রেফারি এসোসিয়েশনের সদস্য আজকের বাংলা পএিকার প্রতিনিধি রেফারি মোঃ মামুন মিয়া 
সহকারী রেফারি মোঃ শফিউল্লাহ 
সহকারী রেফারি মোঃ মীর মোতালেব হোসেন শিপন।