শুক্রবার, জানুয়ারী ১০, ২০২৫
logo

শৈত্যপ্রবাহের কারণে দুর্ভোগে থাকা জনগণের পাশে উপজেলা প্রশাসন


মোঃশফিকুল ইসলাম শফিক , স্টাফ রিপোর্টার প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৫, ০৭:০১ পিএম

শৈত্যপ্রবাহের কারণে দুর্ভোগে থাকা জনগণের পাশে উপজেলা প্রশাসন

পিরোজপুরের নাজিরপুরে কয়েকদিন থেকেই মৃদু শৈত্যপ্রবাহ বইছে। তীব্র শীতের প্রকোপে সাধারন মানুষের ভোগান্তি বেড়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ কাহিল হয়ে পড়েছেন, যারা অভাবের কারণে সামান্য শীতের বস্ত্রও ব্যবহার করতে পারছে না।শীত নিবারণের জন্য নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করছে উপজেলা প্রশাসন।
আজ (৮ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলার মাটিভাঙ্গা ও শ্রীরামকাঠী ইউনিয়ন পরিষদ, সদর হাসপাতালে ইনডোর ওয়ার্ডের রোগী সহ নাজিরপুর পাক মঞ্জিল মাদ্রাসায় কম্বল নিয়ে শীতার্ত অসহায় মানুষের কাছে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ।
 শুধু বিতরণ নয়, শীতে কষ্ট পাওয়া দরিদ্র মানুষের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন এবং তাদের খোঁজ-খবর নেন।স্থানীয় জনসাধারণের সঙ্গে কথা বলে জানা যায়, শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে  নিজেই ছুটে যান মানবিক ইউএনও।   উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে অসহায় মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন তিনি। কখনো বা হাজির হচ্ছেন কোন ইউনিয়নে সেখানে দুস্থ ও অসহায়দের মাঝে বিতরণ করছেন কম্বল। আবার উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নিজ হাতে বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসায় বিতরণ করছেন কম্বল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস প্রমুখ। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন,উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  শীতার্তদের মাঝে শীতবস্ত্র পৌছানোর জন্য আমরা সর্বোচ্চ চেস্টা করে যাচ্ছি, স্থানীয় দাতব্য সংস্থা ও বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানাচ্ছি।