তামিম , রাণীশংকৈল প্রকাশিত: ০৮ জানুয়ারী, ২০২৫, ০৭:০১ পিএম
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কুলিকনদীর তীরে শতবছরের পুরাতন ঐতিহ্যবাহী রাজাটংকনার্থ চৌধুরীরর দৃষ্টিনন্দন রাজবাড়িতে বৃহস্পতিবার (৯ জানুয়ারী) অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি।
এ অনুষ্ঠানকে সার্বিক সহযোগিতা করছেন জেলা ও উপজেলা প্রশাসন।
অনুষ্ঠান ঘিরে উপজেলা জুড়ে চলছে উৎসবের আমেজ তেমনি প্রশাসনও নিরপত্তার চাদরে ঘিরে রাখতে তৈরি করেছে রোডম্যাপ।
এবারে ইত্যাদি অনুষ্ঠানে রাণীশংকৈলের ইতিহাস,ঐতিহ্য রামরাইদিঘী,গোরখোনাথের গরকই কুপ,জগদলজমিদারবাড়ি,
নৃত্যানুষ্ঠান,কৌতুক অভিনয়সহ প্রাকৃতিক বৈচিত্রময় বিভিন্ন নিদর্শন।। কয়েদিন ধরে রাজবাড়ির আঙ্গিনায় চলছে মাঠ সাজানোর প্রস্তুতি আগামিকাল প্রদর্শিত হবে অনুষ্ঠান।
এলক্ষে প্রশাসন কয়েকটিস্থরে তৈরি করেছে নিরাপত্তার বেষ্টনি, মোতায়েন করা হবে সেনাবহিনী, পুলিশ ও
আনসার।
ইতমধ্যে অনুষ্ঠাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, উপজেলা নির্বহি কর্মকর্তা রকিবুল হাসান, সেনাবাহিনীর ল্যাপ্টেন মেহেদি হাসান, থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক, জেলা গোয়েন্দা পুলিশ ইকবাল হোসেন প্রামানিক (ডিআইও ওয়ান) ।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহি কর্মকর্তা রকিবুল হাসান বলেন, ইত্যাদি অনুষ্ঠানকে ঘিরে প্রশাসনিক সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জনসমাগম এড়াতে ট্রাফিক পুলিশ মোড়ে মোড়ে অবস্থান করবে। এছাড়াও নিরাপত্তার জন্য কয়েকটি স্থরে মোতায়েন করা হবে সেনাবাহিনী,পুলিশ ও আনসার।