বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
logo

শ্রীলঙ্কা সিরিজে অভিষেকের অপেক্ষায় কনলি


ক্রিয়া ডেস্ক প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৫, ০১:০১ পিএম

শ্রীলঙ্কা সিরিজে অভিষেকের অপেক্ষায় কনলি

শ্রীলঙ্কা সফরে স্পিন নির্ভর দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন কুপার কনলি। ডাক পেয়েছেন ওপেনার নাথান ম্যাকসুয়েনিও। 
নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স পিতৃত্বকালীন ছুটিতে থাকবেন। বিশ্রাম পেয়েছেন জশ হ্যাজেলউড। ১৬ সদস্যের দলে জায়গা হয়নি মিচেল মার্শের। ফর্ম নিয়ে সমালোচনার মুখে হয়তো আর বিবেচনাতেই নেই তিনি!  
ভারতের বিপক্ষে তিন ম্যাচ পরই বাদ পড়েন ম্যাকসুয়েনি। যে আশায় তাকে দলভুক্ত করা সেটার প্রতিদান দিতে পারেননি। তার বদলে ডাক পান ভয়ডরহীন ১৯ বছর বয়সী স্যাম কনস্টাস। আসন্ন সিরিজে অবশ্য দুজনেই সুযোগ পেয়েছেন। গলে সিরিজের প্রথম টেস্ট শুরু ২৯ জানুয়ারি। 
স্পিন নির্ভর দলটিতে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকছেন ম্যাট কুনেমান ও টড মারফি। সিরিজে অভিষেকের অপেক্ষায় ২১ বছর বয়সী কনলি। তিনি আবার স্পিনেও দক্ষ। দলটির নেতৃত্বে থাকবেন স্টিভেন স্মিথ। 
অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড:
স্টিভেন স্মিথ (অধিনায়ক), ট্রাভিস হেড, শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, কুপার কনলি, জশ ইংলিস, উসমান খাজা, স্যাম কনস্টাস,ম্যাট কুনেমান, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, নাথান ম্যাকসুয়েনি, টড মারফি, মিচেল স্টার্ক ও বো ওয়েবস্টার।