রমজান আলী , কোম্পানীগঞ্জ প্রকাশিত: ০৯ জানুয়ারী, ২০২৫, ০৩:০১ পিএম
নোয়াখালীর কোম্পানীগঞ্জে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আবু হুরায়রা রা: ইসলামিয়া মাদ্রাসার নবীন বরণ ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের অবস্থতি আবু হুরায়রা রা: মাদ্রাসার সভাপতি আবদুল মান্নান মানিক এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মাওলানা ওমর ফারুকের সঞ্চালনায় নবীন বরণ ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল কাদের হেলালী, সৈয়দীয়া আজগর আলী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সইফুল্লাহ, কবিরপুকুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওমর ফারুক, বিশিষ্ট সমাজ সেবক জাহাঙ্গীর আলম মিরন, অত্র প্রতিষ্ঠানের সেক্রেটারী আবুল খায়েল সবুজ, আবদুল্লাহ আল মামুন, আবদুর রাজ্জাক, অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক আবদুল্লাহ আল নোমান, সালা উদ্দিন দিদার, শাহ আলম প্রমুখ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
সবক অনুষ্ঠান শেষে ২০২৪ সালের বার্ষিক পরীক্ষায় নূরানী নার্সারী জামাত থেকে দাখিল ৭ম জামাত পর্যন্ত ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী মোট ২১জন শিক্ষার্থীর মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়াও কোম্পানীগঞ্জ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের মেধাবিকাশ বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মিনহাজ জাহান ঐশিকে মাদ্রাসার পক্ষ থেকে পুরষ্কার প্রদান করা হয়।