বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
logo

ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার বলছে তালেবান


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৫, ০৫:০১ পিএম

ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার বলছে তালেবান

ভারতকে ‘‘গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক অংশীদার’’ হিসেবে দেখে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রিম মিশ্রির সঙ্গে এক বৈঠকের পর এই মন্তব্য করেছেন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের ভারসাম্যপূর্ণ এবং অর্থনীতি-কেন্দ্রিক পররাষ্ট্রনীতির প্রতি সামঞ্জস্য রেখে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক অংশীদার হিসাবে ভারতের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্য নিয়েছে কাবুল।
দুবাইয়ের বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজে সংশ্লিষ্টতা ও বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর কথা বিবেচনা করছে ভারত।
বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের ভারসাম্যপূর্ণ এবং অর্থনীতি-কেন্দ্রিক পররাষ্ট্রনীতির প্রতি সামঞ্জস্য রেখে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক অংশীদার হিসাবে ভারতের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্য নিয়েছে কাবুল।
দুবাইয়ের বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজে সংশ্লিষ্টতা ও বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর কথা বিবেচনা করছে ভারত।
বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের ভারসাম্যপূর্ণ এবং অর্থনীতি-কেন্দ্রিক পররাষ্ট্রনীতির প্রতি সামঞ্জস্য রেখে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক অংশীদার হিসাবে ভারতের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্য নিয়েছে কাবুল।
দুবাইয়ের বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজে সংশ্লিষ্টতা ও বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর কথা বিবেচনা করছে ভারত।
যদিও আফগানিস্তানের তালেবান নেতৃত্বাধীন প্রশাসনকে ভারত-সহ বিশ্বের কোনও দেশই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তারপরও বাণিজ্য, দাতব্য সহায়তা ও চিকিৎসা ব্যবস্থার সুবিধায় কাবুলে একটি ছোট মিশন পরিচালনা করছে ভারত। বিশ্বের অল্প কয়েকটি দেশের পাশাপাশি ভারতও বিভিন্ন সময়ে তালেবান প্রশাসনের আওতায় আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠিয়েছে।
চীন-রাশিয়াসহ আঞ্চলিক ক্রীড়ানকরা আফগানিস্তানে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ইচ্ছুক বলে ইঙ্গিত দিয়েছে। তালেবানের প্রশাসনের সঙ্গে দিল্লির এই বৈঠক পাকিস্তানকে নাড়িয়ে দিতে পারে। উভয় দেশের সঙ্গে সীমান্ত রয়েছে পাকিস্তানের এবং অতীতে ভারতের বিরুদ্ধে তিনবার যুদ্ধ করেছে ইসলামাবাদ।
তালেবান ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তারে সঙ্গে আফগানিস্তানের উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে জঙ্গিরা পাকিস্তানে হামলা করছে বলে অভিযোগ করছে ইসলামাবাদ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে আফগান তালেবান।
চলতি সপ্তাহের শুরুতে ভারতের পররাষ্ট্র দপ্তর সাংবাদিকদের বলেছিল, তারা গত বছরের শেষের দিকে আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার নিন্দা জানায়।