শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
logo

টঙ্গী ইজতেমার মাঠে সাদপন্থীদের হামলার ঘটনায় জামালপুরে বিক্ষোভ


মাহমুদুল হাসান মুক্তা , জামালপুর প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৫, ০৭:০১ এএম

টঙ্গী ইজতেমার মাঠে সাদপন্থীদের হামলার ঘটনায় জামালপুরে বিক্ষোভ

জামালপুরে বিশ্ব ইজতেমার মাঠে ঘুমন্ত শুরায়ী নেজামের সাথীদের হত্যা-হামলা সাদপন্থীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি কার্যকর এবং তাদের নিষিদ্ধসহ সকল কাযর্ক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদজুমা জামালপুর জেলা সদর মডেল মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়।
জামালপুর জেলা ওলামা মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজন  এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মুফতী শামসুদ্দীন, মুফতী আব্দুল্লাহ, মাওলানা হাসান আলী, মাওলানা আমানুল্লাহ কাশেমী, মাওলানা নজরুল ইসলাম, মুফতী মনিরুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আলী খাঁন, মুফতী শফিক,  মুফতী শরিফ, মাওলানা মাসউদ হুসাইন, মাওলানা ইমাম হুসাইন প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন মাওলানা আলাউদ্দীন।