বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
logo

১৮ ফেব্রুয়ারির মধ্যে প্রস্তাবনা জমা দেবে শ্রম সংস্কার কমিশন


জাতীয় সংবাদ প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৫, ১২:০১ পিএম

১৮ ফেব্রুয়ারির মধ্যে প্রস্তাবনা জমা দেবে শ্রম সংস্কার কমিশন

শ্রম সংস্কার কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ জানিয়েছেন, শ্রম সংস্কার কমিশন সরকার নির্ধারিত আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে সুপারিশ ও প্রস্তাবনা জমা দেবে। এ  লক্ষ্যে কাজ চলছে।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডির বিআইএলএস কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ জানান, কমিশন গঠনের পর এ পর্যন্ত রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে প্রায় দুই শতাধিক সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে প্রায় ৪০টি মতবিনিময় সভা ইতোমধ্যে করা হয়েছে। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক পর্যায়ের সব শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কমিশন কাজ করছে। শ্রমজীবী মানুষের সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সবার মতামত নিয়ে মধ্য ফেব্রুয়ারির মধ্যে যাতে শ্রম সংস্কার কমিশন সুপারিশমালা প্রণয়ন করতে পারে সেই প্রস্তুতি রয়েছে।
শ্রম আইন সংশোধন ও শ্রম বিরোধ নিষ্পত্তি এবং শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরিসহ শ্রমজীবী মানুষের মৌলিক অধিকার সুরক্ষায় দেশের শ্রমজীবী মানুষের সমস্যা নিরসনে অন্তর্বর্তী সরকার ১০ সদস্যবিশিষ্ট শ্রম সংস্কার কমিশন গঠন করে।
তিনি বলেন, শ্রম ও শিল্প সম্পর্ক উন্নয়নে শ্রম সংস্কার কমিশনকে সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের মতামত নিয়ে ৯০ দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশমালা জমা দিতে হবে। এ জন্য সব মহলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে দেশের সর্বস্তরের শ্রমিক সংগঠনের সঙ্গে মতবিনিময় সভা করে পরামর্শ নেওয়া হচ্ছে।

শ্রম সংস্কার কমিশনের সদস্য সাকিল আখতার চৌধুরী বলেন, কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদের সভাপতিত্বে দেশের বিউটি পার্লার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তাদের সমস্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিউটি পার্লার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যার কথা সংস্কার কমিশনকে অবহিত করেন।