আব্দুল হালিম, গফরগাঁও প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৫, ০১:০১ পিএম
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নে বিট পুলিশিং এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শবিবার (১১ জানুয়ারী) চরআলগী ইউনিয়নের কাচারী পাড়া বাজারে বিট পুলিশিং ০৩ এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
চরআলগী ইউনিয়নের প্রশাসক কাউসার আলমের সভাপতিত্বে
বিট পুলিশের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এবং গফরগাঁও সার্কেল অফিসার আফরোজা নাজনীন, বিশেষ অতিথি গফরগাঁও থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম, এবং স্থানীয় বিএনপি, গনঅধিকার পরিষদ এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দসহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গরাও এসময় উপস্থিত ছিলেন।
এতে সুমন ফরাজীর সঞ্চালনায় গফরগাঁও থানা পুলিশ প্রশাসনসহ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, রাজনৈতিক নেতৃত্ববৃন্দ স্থানীয় গন্যমন্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম বলেন, গফরগাঁও থানার পুলিশ চরআলগী ইউনিয়ন প্রতিটি মানুষের দ্বারে দ্বারে পুলিশের সেবা পৌছানোর জন্য কাজ করে যাচ্ছে। পরস্পরের মাঝে বন্ধন সৃষ্টির পাশাপাশি আইন শৃঙ্খলা উন্নয়নে সকলের সহযোগিতাও চান তিনি।
আলোচনা সভায় বাল্যবিবাহ রোধ এবং সকলকে আইনের প্রতি আস্থাশীল হতে উৎসাহিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) আফরোজা নাজনীন।