পলাশ ইসলাম,ধনবাড়ী প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৫, ১০:০১ এএম

টাঙ্গাইলের ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা: ফাহমিদা লস্করের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
১২ জানুয়ারি রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ধনবাড়ী ব্যবসায়ী রফিকুল ইসলাম, যুবদল নেতা মাসুদ, মাসুদ রানা, হাবিব হোসেন, ব্যবসায়ী আয়নাল হোসেন, হাবিব হোসেন, নুরজাহান বেগম, সোমা আক্তার প্রমুখ।
মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা জানান, দীর্ঘদিন যাবত এ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগীরা পরিপূর্ণ স্বাস্থ্য সেবা ও ওষুধ পত্র পাচ্ছে না। এ ছাড়া প্যাথোলজি বিভাগ দীর্ঘদিন বন্ধ থাকায় রোগীরা পরীক্ষা-নিরীক্ষা করতে পারছে না। অন্যদিকে টাকার বিনিময়ে আউটসোর্সিং পদে তার ইচ্ছেমতো লোক নিয়োগসহ নানা অভিযোগ জানান তারা।