বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
logo

সাকিব-লিটন ছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি যাদের


ক্রিয়া ডেস্ক প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৫, ০৬:০১ পিএম

সাকিব-লিটন ছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি যাদের

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (রোববার) দুপুরে মেগা ইভেন্টটির জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়। স্কোয়াডে বড় খবর বলতে গেলে অফফর্মে থাকা উইকেটকিপার ব্যাটার লিটন দাসের বাদ পড়া। এ ছাড়া আরও কয়েকজন পরিচিত মুখও দলে জায়গা পাননি।
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কারা থাকছেন, তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই নানা গুঞ্জন চলছিল দেশের ক্রিকেটাঙ্গনে। ইতোমধ্যে অবসর নিয়ে ফেলায় শেষ দিকে আলোচনায় ছিলেন না তামিম ইকবাল। বোলিংয়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়া সাকিব আল হাসানও যে থাকছেন না সেটাও নিশ্চিত হয়ে যায় একদিন আগেই। 

এর বাইরে পরিচিতি মুখ হিসেবে বাদ পড়েছেন লম্বা সময় বাজে ফর্মে থাকা উইকেটকিপার ব্যাটার লিটন দাস। পেস বিভাগের হাসান মাহমুদ ও শরিফুল ইসলামও ছিটকে গেছেন। এ ছাড়া সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে থাকা আফিফ হোসাইনও নেই। 

অবশ্য যারা বাদ পড়েছেন তাদের নিয়ে ব্যাখ্যা দিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানের বাদ পড়া প্রসঙ্গে লিপু বলছিলেন, ‘সাকিবের বোলিং অ্যাকশন বৈধতা নিয়ে যে সমস্যা, সেটি থেকে তিনি উত্তরণের প্রক্রিয়ায় আছেন। বোলিং পরীক্ষার রেজাল্ট নেগেটিভ হওয়ার কারণে তিনি এখন শুধু একজন ব্যাটসম্যান হিসেবে খেলতে পারবেন। ফলে সিলেকশন পজিশনেও সাকিবের অবস্থান ছিল কেবল একজন ব্যাটসম্যান হিসেবে। আমাদের টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে ১৫ জনের দলে রাখতে পারিনি।’
এদিকে, ওয়ানডে ক্রিকেটে পারফর্ম করতে ব্যর্থ হওয়ায় দল থেকে বাদ পড়েছেন লিটন। মূলত তার প্রতি দলের আস্থার জায়গাটা খুঁজে পাননি প্রধান নির্বাচক। লিপু বলছিলেন, ‘রানের তীব্র খরায় ভুগছে। আউটের ধরনগুলো একই রকম। ক্রিকেটের প্রত্যেকটা ফরম্যাটেই বিশেষ করে সাদা বলে পাওয়ারপ্লের সময়ে যে সুযোগটা নেওয়ার দরকার, সেখানে আপনি দেখবেন যে ওয়েস্ট ইন্ডিজের যেখানে আমরা তিনশোর কাছাকাছি রান করেছি। স্ট্রাইকরেট দেখেন যে ভালো করতে পারছে না। প্রেশার চলে আসছে তার পার্টনারের ওপর।’ 

লিটন কুমার দাসের ওপর আস্থার কথাও জানিয়েছেন লিপু ‘তারপরও আমরা তার উপর আস্থা রেখেছিলাম। সাদা বলের ক্রিকেটে তাকে আমরা অনেক ম্যাচ খেলিয়েছি। এর আগে শ্রীলঙ্কার সময় সিরিজে একটা সিরিজে তাকে শেষ ম্যাচে দলে রাখিনি। অনেক সময় একটা ক্রিকেটারকে আস্থার জায়গা থেকে সিলেক্ট হয়।’ 

শুধু লিটন দাসই নন, চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন শরীফুল ইসলামও। বাংলাদেশের তিন সংস্করণেরই নিয়মিত টাইগার এই পেসার বেশ কিছুদিন ধরে ছন্দে নেই। সর্বশেষ ৬ ম্যাচে নিতে পেরেছেন মাত্র ৩ উইকেট। সব মিলিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফের মনে হয়েছে শরীফুল এ মুহূর্তে ছন্দে নেই, ‘তিনি (শরীফুল) কানাডা থেকে একটা চোট নিয়ে এসেছেন। বিভিন্ন প্রোগ্রামের পর আবার দলে এসেছেন। তবে আমাদের মনে হয়েছে সেরা অবস্থায় নেই। তাই তাকে পেতে আরেকটু সময় অপেক্ষা করতে হবে।’

শরীফুল না থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা করে নিয়েছেন চিটাগং কিংসে খেলা পারভেজ হোসেন ইমন। ২২ বছর বয়সী এই ওপেনার বাংলাদেশের হয়ে ৭টি টি-টোয়েন্টি খেললেও এখনো ওয়ানডে অভিষেক হয়নি। অবশ্য তাকে দলে টানারও ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক। বলছিলেন, 'পারভেজ হোসেন ইমনকে নিয়ে আপনারা বলতে পারেন আহামরি কোনো পারফরম্যান্স তার নেই। এখন পর্যন্ত আমাদের কাছে মনে হয়েছে আমরা যে জিনিসটা খুঁজছি বিশেষ করে সাদা বলের ক্রিকেটে, পাওয়ারপ্লেতে আগ্রাসী-ইমপ্যাক্টফুল ব্যাটিং, সে জিনিসটা তার মধ্যে আছে।'

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।