শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২৫
logo

ফুলপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৭ জানুয়ারী, ২০২৫, ০৭:০১ পিএম

ফুলপুরে তারুণ্যের উৎসব  উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

সুমিত সরকার,ফুলপুর প্রতিনিধি

 

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে, সুন্দর ও পরিচ্ছন্ন দেশ গড়ার লক্ষ্যে ময়মনসিংহের ফুলপুরে আজ ১৭ জানুয়ারি শুক্রবার সকাল ৯.০০টা ঘটিকা হতে ১২.০০ ঘটিকা পর্যন্ত উপজেলা প্রশাসন ফুলপুর ময়মনসিংহের আয়োজনে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান এবং স্যানিটেশন ও হাইজিন বিষয়ক প্রচারণা চালানো হয়। 

 

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে ফুলপুর পৌরসভা ও বাসস্ট্যান্ড এলাকা পরিষ্কার করা এবং ফায়ার সার্ভিস ফুলপুর কর্তৃক পৌরসভার বিভিন্ন পয়েন্টে, গোলচত্ত্বর স্মৃতিসৌধ বাজার এলাকাসহ ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। 

 

এসময় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সাদিয়া ইসলাম সিমা মহোদয়ের উপস্থিতিতে এতে অংশগ্রহণ করে সহকারী কমিশনার ( ভূমি) ও পৌর প্রশাসক মেহেদী হাসান ফারুক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, ছাত্র প্রতিনিধি,কলেজ ছাত্রদলের এ কে এম আরিফুল ইসলামের নেতৃত্বে নেতা কর্মী,যুবদলনেতা মোজাম্মেল হক রয়েল বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক,পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ ফুলপুরের সর্বস্তরের মানুষ এতে অংশ নেয়।

 

ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব সাদিয়া ইসলাম সিমা বলেন তারুণ্যের উৎসব আয়োজনের অংশ হিসেবে এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান করা হয় এতে সকলেই অংশগ্রহন করেন। সবকিছুর মধ্যে সুন্দর উৎসবমুখর পরিবেশে আয়োজনটি সফল ভাবে শেষ হয়েছে। এতে অংশগ্রহণ করা সকলের প্রতি তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।