নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২৫, ০১:০১ এএম
শাহাজাদী নারগিছ আকতার ফাউন্ডেশনের উদ্যোগে ইলম ও ইশকে মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষা-২৫ অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রামের পটিয়ার হুলাইন ছালেহ্ নূর ডিগ্রি কলেজে শক্রবার উৎসবমুখর পরিবেশে এই মেধা বৃত্তি পরীক্ষঅনুষ্ঠিত হয়।
ইশকে মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষা-২৫ পরিক্ষায় বিভিন্ন স্কুল ও মাদরাসা থেকে দু'শতাধিক শিক্ষার্থীরও বেশি অংশগ্রহণ করছে।
এতে উপস্থিত ছিলেন শাহাজাদী নারগিছ আকতার ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহজাদা রেজাউল করিম ইয়াকুবী (বড় মিয়া), হুলাইন ছালেহ নুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ তৈয়বুর রহমান, পটিয়া কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. এমদাদুল হাসান,
চৌধুরী মোহাম্মদ আবু তৈয়ব শিবলু,
মহিউদ্দিন খান, সৈয়দ আবুল কালাম
, এস এম মনির উদ্দিন, এইচ এম এনামুল হক, মোহাম্মদ জুয়েল
ও মোহাম্মদ কুতুবউদ্দিন।
আউলিয়ায়ে কেরামের জীবনাদর্শ প্রজন্মের কাছে তুলে ধরতে এবং শিক্ষার্থীর মেধা-মনন সৃজনশীলতা বিকাশের জন্য মোক্ষম ভূমিকা রাখবে ইলম ও ইশকে মাইজভান্ডারী মেধা বৃত্তি। শিক্ষাবান্ধব এই আয়োজন ইতিমধ্যেই ব্যাপক জাগরণ তুলেছে।
সংবাদ বিজ্ঞপ্তি।।