বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: ১৯ জানুয়ারী, ২০২৫, ০৭:০১ পিএম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অষ্টম রাষ্ট্রপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্টাতা,বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালন করেছে বাঁশখালী উপজেলা ও পৌরসভা জাতীয়তাবাদী দল ও অংগসংঠন। কর্মসুচীর মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভা।
১৯ জানুয়ারী (রবিবার) বাঁশখালী সরকারী আলাওল কলেজ মিলনায়তনে উপজেলা বিএনপির আহবায়ক মাষ্টার লোকমান আহমেদ এর সভাপতিত্বে অনুষ্টিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের প্রতিষ্টাতা সভাপতি, উপজেলা বিএনপি সাবেক প্রচার সম্পাদক শাখাওয়াত জামাল দুলাল এবং প্রধান বক্তা ছিলেন বাঁশখালী থেকে চার চার বার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর সুযোগ্য উত্তরসুরী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম বুলবুল, সাবেক সভাপতি সম্পাদক ও খানখানাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান আবদুস ছবুর, পৌরসভা বিএনপির আহবায়ক রাসেল ইকবাল মিয়া। বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্টাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ এর ২৬শে মার্চ কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনায় এদেশের সর্বস্তরের স্বাধীনতাকামী জনগন ঐক্যবদ্ধ হয়ে নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছে। এদেশে বহুদলীয় গনতন্ত্রের প্রতিষ্টা করেছে। বক্তারা আরো বলেন গত ১৭ বছর যেসকল নেতাকর্মী দলের দুঃসময়ে গা ঢাকা দিয়ে আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের দালালি করেছে তাদেরকে চিহ্নিত করতে হবে যাতে দলের গুরুত্বপুর্ন পদে আসতে না পারে।
এপিপি শওকত ওসমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুবিনুল হক, উপজেলা বিএনপি আহবায়ক কমিটর সদস্য ফজলুল কাদের, শীলকূপের সাবেক চেয়ারম্যান মোঃ মহসিন, পৌরসভা যুবদল নেতা শহীদুল হক, মোশাররফ হোসেন প্রমুখ।