জাহিদ খান ,কুড়িগ্রাম প্রকাশিত: ২২ জানুয়ারী, ২০২৫, ১২:০১ পিএম
উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে আজ ভুরুঙ্গামারী উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ৫(১) ধারা লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটাকে সর্বমোট তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট অভিযানে দেখা যায়, ভুরুঙ্গামারীর আইকুমারী এলাকার মেসার্স টি এম এইচ ব্রিকস, পাইকেরছড়ার মেসার্স মুন ট্রেডার্স, এবং গছিডাঙ্গার মেসার্স ফ্রেন্ডস ট্রেডার্স নামক ইটভাটাগুলো কৃষিজমির মাটি সংগ্রহ করে তা ইট তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করছে।
অপরাধ প্রমাণিত হওয়ায় মেসার্স টি এম এইচ ব্রিকস, মেসার্স মুন ট্রেডার্স এবং মেসার্স ফ্রেন্ডস ট্রেডার্স ইটভাটাকে প্রত্যেককে এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া, ভবিষ্যতে কৃষিজমির মাটি ভাটায় ব্যবহারের ক্ষেত্রে সতর্ক করা হয়েছে।
মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন ভুরুঙ্গামারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তাহমিদুল ইসলাম। অভিযানের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং সাধারণ জনগণের মধ্যে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।