শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২৫
logo

নরসিংদীতে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার ও ট্রেনে কাটাপরে একজন নিহত


মোঃ সালাহউদ্দিন আহমেদ , নরসিংদী প্রকাশিত:  ২২ জানুয়ারী, ২০২৫, ০১:০১ পিএম

নরসিংদীতে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার ও ট্রেনে কাটাপরে একজন নিহত

নরসিংদীতে ট্রেনে কাটাপরে আব্দুল হামিদ খান (৪৪) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্রগ্রাম রেলপথের নরসিংদী সদর উপজেলার বাদুয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো: জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আব্দুল হামিদ খান সদর উপজেলার নজরপুর ইউনিয়নের ছঘরিয়াপাড়া এলাকার আব্দুর রশিদ খানের ছেলে। তিনি নরসিংদী শহরে বসবাস করে টিউশনি করতেন। নিহতের স্বজনদের বরাতে উপ পরিদর্শক মো: জহিরুল ইসলাম জানান, আব্দুল হামিদ খান টিউশনি করার জন্য প্রতিদিন বাদুয়ারচর এলাকায় যাতায়াত করতেন। সকালে তিনি অসাবধানতাবশত রেললাইনে হেটে ওই এলাকায় যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের নীচে কাটাপরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
অপরদিকে, জেলার মনোহরদীতে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার শুকুন্দী ইউনিয়নের চরনারান্দীর দীঘাকান্দী সেতুর নিচ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত যুবক ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের ঢনডনিয়া গ্রামের মো: নজরুলের ছেলে মো: শাহিন আলম (২৯)। মনোহরদী থানার উপ পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, দীঘাকান্দী এলাকায় একটি ব্রিজের নিচে বস্তাবন্দি অবস্থায় মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় জানানো হলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার পরিচয় শনাক্ত করা হয়। ধারণা করা হচ্ছে একদিন আগে হত্যা করে মরদেহ এখানে ফেলে রাখা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।