রেজুয়ান খান রিকন, গোবিন্দগঞ্জ প্রকাশিত: ২২ জানুয়ারী, ২০২৫, ০৫:০১ পিএম
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি ও গবাদি পশু পুড়ে ছাই হয়েছে। উপজেলার শালমারা ইউনিয়নের নীলকন্ঠ পুর গ্রামে বুধবারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে ১০ পরিবারের বাড়ীঘর সহ নগদ টাকা স্বর্ণালংকার, মােটরসাইকেল ও মালামাল ভূস্মিভত হয়েছে। এ সময় দগ্ধ হয়ে ৭টি গরু মারা যায়।
স্থানীয়রা জানায়, অগ্নিকান্ডে ওই গ্রামের জহুরুল ইসলামের ছেলে শাহ আলম, শরিফুুল ইসলাম, শহিদ ইসলাম, ইজার উদ্দীনের ছেলে শহিদুল ইসলাম, আতিকুল ইসলাম, মিটু ইসলাম ওয়াহেদ আলীর ছেলে ইমরান আলী, আব্দুর রশিদ, আনারুল ইসলাম সহ তাদের প্রতিবেশী ১০ পরিবারের বসতবাড়ি অগ্নিকান্ডে মােটরসাইকেল ঘরে রাখা স্বর্ণালংকার, আসবাবপত্র, নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল ভূস্মিভত হয়। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ৭টি গরু মারা যায়।
শালমারা ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সঞ্জীব হােসেন পলাশ অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে আজকের বাংলাকে জানান, দুর্গম এলাকা হওয়ায় দমকল বাহিনী আসার আগেই বাড়িগুলি পুড়ে যায়। কি ভাবে অগ্নিকান্ডের সুত্রপাতের ঘটনা ঘটছে তা জানা যায়নি।