শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২৫
logo

ঢাকা কলেজ ছাত্রদলের নেতা হলেন সাঁথিয়ার মাহমুদুল


সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা প্রকাশিত:  ২২ জানুয়ারী, ২০২৫, ০৯:০১ পিএম

ঢাকা কলেজ ছাত্রদলের নেতা হলেন সাঁথিয়ার মাহমুদুল

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছে পাবনার সাঁথিয়া উপজেলার সন্তান মাহমুদুল হাসান। গত ১৬ জানুয়ারি, দীর্ঘদিন পর ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন। 

মাহমুদুল ঢাকা কলেজের ২০১০-১১ সেশনের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। নতুন দায়িত্ব পেয়ে তিনি আজকের বাংলা কে বলেন,  দীর্ঘ ১৫ বছর ছাত্রদলের রাজনীতিতে থেকে,  ছাত্রদলের নেতৃত্বে সকল আন্দোলন, সংগ্রাম সফল করেছি। আওয়ামীলীগ ও পুলিশের হামলা - মামলা উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শ ধারণ করেছি। আমাকে এই পবিত্র দায়িত্ব প্রদান করায় আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।