শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
logo

অধ্যাপক ইউনূসের সাথে প্রখ্যাত ইতালীয় অপেরা গায়কের সাক্ষাৎ


জাতীয় সংবাদ প্রকাশিত:  ২৩ জানুয়ারী, ২০২৫, ১১:০১ এএম

অধ্যাপক ইউনূসের সাথে প্রখ্যাত ইতালীয় অপেরা গায়কের সাক্ষাৎ

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন বিখ্যাত ইতালীয় সঙ্গীতশিল্পী আন্দ্রেয়া বোচেলি।
দৃষ্টি প্রতিবন্ধী অপেরা গায়ক বোচেলি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন যে ইউনূসের দূরদর্শী নেতৃত্ব দেশকে বদলে দেবে।
সাক্ষাৎকালে বোচেলির দল অধ্যাপক ইউনূসকে আন্দ্রেয়া বোচেলি ফাউন্ডেশনের কাজ সম্পর্কে অবহিত করেন, যা সাম্প্রতিক বছরগুলিতে হাইতিসহ দরিদ্র দেশ এবং সুবিধাবঞ্চিত সম্প্রদায়গুলিতে স্কুল নির্মাণ করেছে।
ফাউন্ডেশনের উপদেষ্টা বোর্ডে থাকা অধ্যাপক ইউনূস বিখ্যাত সঙ্গীতশিল্পীকে এশিয়ার দেশগুলিতে তার দাতব্য কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান।
বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদও বৈঠকে উপস্থিত ছিলেন।