শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২৫
logo

আনোয়ারার কেইপিজেডে ১০০ শয্যা বিশিষ্ট ট্রাস্ট হাসপাতালের উদ্বোধন


আনোয়ারা, চট্টগ্রাম প্রকাশিত:  ২৫ জানুয়ারী, ২০২৫, ০৬:০১ পিএম

আনোয়ারার কেইপিজেডে ১০০ শয্যা বিশিষ্ট ট্রাস্ট হাসপাতালের উদ্বোধন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কোরিয়ান ইপিজেট এ ১০০ শয্যা বিশিষ্ট ট্রাস্ট হাসপাতালের শুভ উদ্ধোধন।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শুভ উদ্বোধন করেন ইয়ংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান এবং সিইও কিহাক সাং।

ইয়ংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান এবং সিইও কিহাক সাং বলেছেন, কোরিয়ায় অবস্থিত ইয়নসেই বিশ্ববিদ্যালয় হাসপাতাল দীর্ঘবছর ধরে সেদেশের স্বাস্থ্য সেবায় প্রথম স্থান দখল করে আছে। সেই ইয়নসেই বিশ্ববিদ্যালয় হাসপাতালের তত্ত্বাবধানে পরিচালিত হবে কেইপিজেড ট্রাস্ট হসপিটাল। এ হসপিটালে কেইপিজেডের কর্মী ও তাদের পরিবারের সদস্যদের উচ্চমানের স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।

এসময় কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) কর্পোরেশন (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহানের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রদূত, সাবেক পররাষ্ট্র সচিব ফারুক সোবহান, ইয়নসেই বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিভাগের জেনারেল ম্যানেজার কাং ইয়ং লি, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. ওমর ফারুক ইউসুফ প্রমুখ।