নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৬ জানুয়ারী, ২০২৫, ০৩:০১ পিএম
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত ট্রলি ব্যাগ থেকে ৯৫টি মোবাইল জব্দ করেছে এনএসআই ও শুল্ক গোয়েন্দা সংস্থা।
রোববার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে শারজাহ থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৫২ ফ্লাইটে এ যৌথ অভিযান চালানো হয়। যাত্রীবিহীন একটি ট্রলি ব্যাগ তল্লাশি করে ৯৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মোবাইলের দাম ১৮ লাখ ৩০ হাজার টাকা। এরমধ্যে স্যামংস ব্রান্ডের স্মার্টফোন ৪৯টি ও নোকিয়া ব্রান্ডের ৪৬টি মোবাইল ছিল।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, এনএসআই ও শুল্ক গোয়েন্দার অভিযানে যাত্রী বিহীন পরিত্যক্ত একটি ব্যাগ থেকে ১৮ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের বড় চালান আটক করা হয়েছে। উদ্ধারকৃত মোবাইলগুলো বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।