নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ জানুয়ারী, ২০২৫, ০৩:০১ পিএম
বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের আন্দোলনের কারণে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ অবস্থায় ট্রেনের যাত্রীদের বিকল্প হিসেবে বিভিন্ন স্টেশন থেকে বিআরটিসির বাসে করে বিভিন্ন গন্তব্য পৌঁছে দেওয়া ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ২৯টি বিআরটিসির বাস দেশের বিভিন্ন স্টেশন থেকে বিভিন্ন গন্তব্য ছেড়ে গেছে বলে জানিয়েছেন বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঁইয়া।
এর মধ্যে কমলাপুর রেলস্টেশন থেকে কিশোরগঞ্জ, খুলনা, যশোর, রংপুর, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, ময়মনসিংহে ছেড়ে গেছে ১১টি বাস।
বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে মতিঝিল, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ রুটে ৮টি বাস ছেড়ে গেছে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সিলেট, ঢাকা ব্রাহ্মণবাড়িয়ায় ৫টি বাস ছেড়ে গেছে।
বগুড়া ও সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে ৪টি বাস খুলনা, নঁওগা, সান্তাহারে ছেড়ে গেছে।
কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে সিলেটের উদ্দেশে ১টি বাস ছেড়ে গেছে।
রেলপথ মন্ত্রণালয় মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিআরটিসির বাস ঢাকার কমলাপুর এবং বিমানবন্দর স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহে যাত্রী পৌঁছে দেবে।
মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেওয়া এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবি পূরণ না হওয়ায় সোমবার রাত ১২টার পর থেকে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। এতে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ আছে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে বলে রেলপথ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।