বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
logo

কোম্পানীগঞ্জে যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা জহির উদ্দিন সেলিমকে গণ সংবর্ধনা


রমজান আলী, কোম্পানীগঞ্জ প্রকাশিত:  ২৮ জানুয়ারী, ২০২৫, ০৫:০১ পিএম

কোম্পানীগঞ্জে যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা জহির উদ্দিন সেলিমকে গণ সংবর্ধনা

যুক্তরাষ্ট্র প্রবাসী, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, চরফকিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চরফকিরা প্রবাসী ফোরামের প্রধান উপদেষ্টা জহির উদ্দিন সেলিমকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট পূর্ব বাজারে চরফকিরা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত গণ সংবর্ধনা সভার সভাপতিত্ব করেন, চরফকিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল খালেক ভূঁইয়া।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চরফকিরা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহান, রামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনছার উল্যাহ, রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী একরাম, চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, চরকাঁকড়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী ইসমাঈল হোসেন সিরাজী, চরফকিরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শমসের হোসেন হেলালসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন যুবদল, শ্রমিক দল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার ১৬ বছর শাসন আমলে বিএনপিসহ বিরোধী দল মামলা, হামলা, হত্যা, নির্যাতনের শিকার হয়েছেন। ঠিকমত বাড়ি-ঘরে থাকতে পারে নাই। অনেক বছর পর মুক্ত পরিবেশে সভা সমাবেশ করতে পেরে আমরা আনন্দিত। মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ৫ই আগষ্ট বাংলাদেশের পুণরায় জন্ম লাভ করেছে। পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। আমরা বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ছাত্র-জনতার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং আহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি।