শেখ আসাদুজ্জামান, ফকিরহাট প্রকাশিত: ২৯ জানুয়ারী, ২০২৫, ০৫:০১ পিএম
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশ উপজেলার বারাশিয়া এলাকা থেকে রেক্সনা বেগম (২৭) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে।
নিহত রেক্সনা বেগম উপজেলার বারাশিয়া গ্রামের ইয়াছিন শেখের স্ত্রী। ঘটনার পর নিহতের স্বামী ইয়াছিন শেখ পালিয়ে গেছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে বারাশিয়া গ্রামে রেক্সনা বেগমের স্বামী ইয়াছিন শেখের বসতঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুুলন্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। এরপর মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করা হয়। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।