মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫
logo

বাসের নিচে মোটরসাইকেল, চাকার নিচে শরীর


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৫, ০৬:০১ পিএম

বাসের নিচে মোটরসাইকেল, চাকার নিচে শরীর

পটুয়াখালী-গলাচিপা সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১৮ জন আহত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) আমখোলা বাজারের দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, আমখোলা বাজারের পশ্চিম দিক ঢাকা থেকে ছেড়ে আসা ডলফিন পরিবহনের সাথে মোটরসাইকলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী তিনজনসহ কমপক্ষে ১৮ জন আহত হয়।

গুরুত্বর আহত মোটরসাইকেলচালক সোহানসহ আহতদের চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
এ বিষয়ে গলাচিপা থানার অফিস ইনচার্জ (ওসি) মো.আশাদুর রহমান বলেন, ‘এই মাত্র সংবাদ পেয়েছি।  পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বিস্তারিত জানাতে পারব। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।