শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
logo

আন্তর্জাতিক বাজারে কমেছে ডলারের দাম


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ০৩ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৩৭ এএম

আন্তর্জাতিক বাজারে কমেছে ডলারের দাম

আন্তর্জাতিক মুদ্রাবাজারে ডলারের দাম কমেছে। অন্যদিকে বেড়েছে স্বর্ণের দর।

এর আগে গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠে মার্কিন মুদ্রার মূল্য। তাতে দরপতন হয় মূল্যবান ধাতুটিরও।

শুক্রবার (২ সেপ্টেম্বর) স্বর্ণের দাম ১ শতাংশ বেড়েছে। এর আগে টানা তিন সপ্তাহ সোনার মূল্য হ্রাস পায়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বাড়ানোর আভাস দেয়ায় চাপে পড়ে বুলিয়ন মার্কেট।

স্পট মার্কেটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম বেড়ে যায় শূন্য দশমিক ৯ শতাংশ। আউন্স প্রতি বিক্রি হয় ১৭১১ ডলার ১৪৩৮ সেন্টে। তবে সবমিলিয়ে সপ্তাহে গুরুত্বপূর্ণ ধাতুটির দাম ১ দশমিক ৫ শতাংশ হ্রাস পায়।

এদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য ঊর্ধ্বমুখী হয় শূন্য দশমিক ৮ শতাংশ। প্রতি আউন্স বিকিয়েছে ১৭২৩ ডলারের ওপরে।

যুক্তরাষ্ট্রে পূর্বাভাসের চেয়ে বেশি কর্মসংস্থান হয়েছে। বেশি সুদের হার বাড়াতে ফেদকে যা নিরুৎসাহিত করে। এতে স্বর্ণের দাম বেড়েছে। সেটা হবে স্বল্পমেয়াদী।

সদ্য সমাপ্ত আগস্টে যুক্তরাষ্ট্রে ২ লাখ মানুষের চাকরি হওয়ার কথা ছিল। সেখানে হয়েছে ৩ লাখ ১৫ হাজার জনের।

ইউরোপীয় ইউনিয়নের ইউরো, জাপানি ইয়েন, কানাডীয় ডলার, ব্রিটিশ পাউন্ড, সুইডিশ ক্রোনা এবং সুইস ফ্রাঁর বিপরেীতে ডলার সূচক মিশ্র অবস্থানে থেকেছে।

সর্বশেষে ডলারের পতন হয় শূন্য দশমিক শূন্য ৭ শতাংশ। প্রধান আন্তর্জাতিক মুদ্রার সূচক দাঁড়ায় ১০৯ দশমিক ৬১।  তবে তা সত্ত্বেও এ সপ্তাহে ডলারের দাম শূন্য দশমিক ৬ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে।